ঢাকা, ২০ অক্টোবর - নবনীতা চৌধুরী সংবাদমাধ্যমের মানুষ হিসেবেই সকলের কাছে বেশি পরিচিত। তবে একজন গায়িকা হিসেবেও বেশ পরিচিতি লাভ করেছেন তিনি। অনেকদিন ধরেই গান করেন তিনি। গেল বছর আহারে সোনালি বন্ধু এবং রুপ দেখিলাম শিরোনামে মরমী কবি ও বাউল শিল্পী হাছন রাজার গান নিয়ে এসেছিলেন। সেই ধারাবাহিকতায় আবারও হাজির হলেন তিনি নতুন গানের ভিডিও নিয়ে। গানটির শিরোনাম বলো গো।এটি প্রকাশ হয়েছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে। বল গো গানটির সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব। নবনীতা-গৌরব জুটিকে পর্দার উপস্থাপন করেছেন ভিডিও নির্মাতা মঞ্জু আহমেদ। ফোঁক ধাঁচের গানটি নিয়ে নবনীতা বলেন, সিলেটের সাধক কবি রাধারমন দত্ত তাঁর কৃষ্ণপ্রেমে সৃষ্ট ধামাইল গানের জন্য বিখ্যাত। ধামাইল সিলেটের ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য ধারা। এই গান গাওয়ার সময় দল বেঁধে নৃত্য পরিবেশন করা হতো। বলো গো গানটির গায়কী ও সংগীতায়োজনে ধামাইল গানের নাচের সেই ছন্দ ও দোলা দর্শক উপভোগ করতে পারবেন। এদিকে,টেলিভিশন ও মঞ্চে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি স্টুডিওতে নতুন গান তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন নবনীতা ও গৌরব। নবনীতার উপস্থাপনায় দুরন্ত টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ও ২টায় প্রচারিত হচ্ছে বিবিসির ফরম্যাটে নির্মিত মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ। দেখুন গানটির ভিডিও : এন এইচ, ২০ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33Kyr2R
October 20, 2019 at 09:21AM
20 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top