ঢাকা, ১৮ অক্টোবর - নিন্দুকেরা প্রায়ই বলে থাকেন, জাতীয় দলে সুযোগ পেলেই সবাই ধরে নেয় তাদের কাজ শেষ। এ কথার জ্বলন্ত উদাহরণই যেন সৃষ্টি করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। আরও ভারী করলেন ব্যর্থতার পাল্লা। ফর্মহীনতায় দল থেকে বাদ পড়েছেন, আবার দলে সুযোগ পেয়েছেন ফর্মে না ফিরেই। বৃহস্পতিবার জাতীয় দলে ফেরার খবর পাওয়ার পরদিনই তিনি আজ আউট হলেন শূন্য রানে। সবমিলিয়ে শুক্রবারেই যেন শনির দশা পেয়ে বসেছে এ ড্যাশিং ব্যাটসম্যানকে। জাতীয় ক্রিকেট লিগে খুলনা বিভাগের দলটি সবচেয়ে তারকাখচিত। এই দলের ১১ জনের সবাই খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট। অন্তত নয়জন আছেন বর্তমান জাতীয় দলের আশপাশেই। ফলে তারকাবহুল এ দলের প্রতি সবার প্রত্যাশাটাও বেশি। কিন্তু দলের ওপেনার সৌম্য সেটি আর পূরণ করতে পারলেন কই? ম্যাচের প্রথমদিন মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমানদের দারুণ বোলিংয়ে লিগের আরেক শক্তিশালী দল রাজশাহী বিভাগকে ২৬১ রানে বেঁধে ফেলেছিল খুলনা বিভাগ। কিন্তু দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে শুরুটা একদমই ভালো করতে পারেনি তারা। উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে নিয়ে ইনিংস সূচনা করতে নেমে তৃতীয় ওভারেই সাজঘরে ফিরে যান সৌম্য। শফিউল ইসলামের বোলিংয়ে ধরা পড়েন জুনায়েদ সিদ্দিকীর আগে। আউট হওয়ার আগে কোনো রানই করতে পারেননি ভারত সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পাওয়া সৌম্য। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে খুলনার সংগ্রহ ১ উইকেটে ৩৮ রান। আগের রাউন্ডের ডাবল সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস ২০ ও এনামুল বিজয় ১৮ রানে ব্যাট করছেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৮ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35I01jb
October 18, 2019 at 07:46AM
18 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top