করাচি, ৩ অক্টোবর- দানুশকা গুনাথিলাকার সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৯৮ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। ফখর জামান, আবিদ আলি ও হারিস সোহেলের ফিফটিতে চ্যালেঞ্জিং লক্ষ্যটা ১০ বল হাতে রেখেই পেরিয়ে যায় পাকিস্তান। করাচিতে তিন ম্যাচের সিরিজটা তাতে ২-০ তে নিজেদের করে পাকিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেটা বৃষ্টিতে পণ্ড হয়েছিল। দ্বিতীয় ম্যাচ পাকিস্তান জিতে নেয় ৬৭ রানে। ১০ বছর পর এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল করাচিতে। বুধবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৭ রান করে শ্রীলঙ্কা। পুরো কৃতিত্বটা দিতে হবে ওপেনার গুনাথিলাকাকে। ১৩৪ বলে ১৬ চার ও ১ ছক্কায় করেন ১৩৩ রান। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান আসে দানুশ সানাকার ব্যাট থেকে। পাকিস্তানের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির। জবাব দিতে নেমে দুই ওপেনার ফখর জামান ও আবিদ আলি উদ্বোধনী জুটিতেই যোগ করে ১২৩ রান। ৬৭ বলে ১০ চারে ৭৪ রান করেন আবিদ। ফখর ৯১ বলে ৭ চার ও ১ ছক্কায় করেন ৭৬ রান। এই দুজন ফেরার পরও পথ হারায়নি পাকিস্তান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বাবর তিন নম্বরে নেমে করেন ৩১ রান। অধিনায়ক সরফরাজ আহমেদের ব্যাট থেকে আসে ২৩ রান। পাঁচে নেমে হারিস সোহেল ৫০ বলে ৫৬ রান করেন ৩ চার ও ১ ছক্কায়। এরপর ইফতিখার আহমেদ অপরাজিত ২৮ রানে দলের জয় নিশ্চিত করেন। শ্রীলঙ্কার পক্ষে সর্বাধিক ২ উইকেট নেন নুয়ান প্রদিপ। ম্যাচসেরা হয়েছেন আবিদ আলী। সিরিজ সেরা হন বাবর আজম। ৫ অক্টোবর লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। আর/০৮:১৪/৩ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2n9MEaa
October 03, 2019 at 05:57AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন