ঢাকা, ২৫ অক্টোবর - আগেরদিনই জানা হয়ে গিয়েছিল, ভারত সফরে অন্তত টি-টোয়েন্টি সিরিজে ওপেনার তামিম ইকবালকে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। সন্তানসম্ভবা স্ত্রী আয়েশার পাশে থাকার জন্য বিসিবির কাছে ছুটি চেয়েছেন তিনি। যদিও আংশিক নাকি পুরো ভারত সফর- সেটা এখনও নিশ্চিত নয়। কারণ, সন্তান সম্ভবা স্ত্রী আয়েশার কিছু জটিলতা দেখা দেয়ার কারণে ব্যাংককে পরীক্ষা-নীরিক্ষা করাচ্ছেন তামিম। এই সময়টায় তিনি স্ত্রীর পাশে থাকতে চান বলে বিসিবিকে জানিয়েছেন। এখন সেই পরীক্ষা-নীরিক্ষার ফলই জানিয়ে দেবে, আসলে তামিমকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও পাওয়া যাবে কি না। তামিম ইকবাল ভারতে অন্তত টি-টোয়েন্টি সিরিজ মিস করতে পারেন- এমন খবর ছড়িয়ে পড়ার পরই সাবর আগ্রহের কেন্দ্রে, তাহলে তামিমের পরিবর্তে কে? কে ধরবেন বাংলাদেশ দলের ওপেনিংয়ের হাল? সে জবাবও আপাতত মিলেছে। টি-টোয়েন্টি সিরিজে তামিমের পরিবর্তে ইমরুল কায়েসের নামই বিবেচনা করছে জাতীয় দলের নির্বাচকরা। জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন মিডিয়াকে জানিয়েছেন, ইমরুলকেই বিবেচনা করছেন তারা। তিনি বলেন, ইমরুল কায়েস আমাদের টেস্ট দলে তো ছিলই। এখন টি-টোয়েন্টিতেও তামিমের জায়গায় ওকে বিবেচনা করছি আমরা। ভারত সফরের ঘোষিত দলে ইমরুল কায়েস এমনিতেই ছিলেন। এবার টি-টোয়েন্টিতেও জায়গা পেতে চলেছেন তিনি। তবে টেস্টে তামিম যদি খেলতে না পারেন, তাহলে তার পরিবর্তে কি চিন্তা? হাবিবুল বাশার সুমন জানালেন, আপাতত সে চিন্তা করছেন না তারা। তিনি বলেন, তামিম যে টেস্ট সিরিজ খেলতে পারবে না, সেটা তো এখনও নিশ্চিত নয়। আমরা আশা করতে চাই যে ওকে পাওয়া যাবে। তবে না পাওয়া গেলেও কিছু করার নেই। স্ত্রীর পাশে ওকে থাকতেই হবে। সময় আছে, আমরা অপেক্ষা করবো। টেস্ট সিরিজ খেলতে না পারার বিষয়টি চূড়ান্ত হলেই কেবল ওর বিকল্প ভাবা হবে। তামিমের বিকল্প ভাবা হচ্ছে, কিন্তু ইনজুরির কারণে তো ছিটকে গেছেন সাইফউদ্দিনও। তার বিকল্প কে? এ প্রশ্নের জবাবে হাবিবুল বাশার সুমন বলেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে। ওরা যদি ১৪ জনের দল নিয়েই যেতে চায়, তাহলে আর কাউকে যুক্ত করা হবে না। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WgvxRc
October 25, 2019 at 07:34AM
25 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top