বিশাখাপত্তনম, ০৩ অক্টোবর- দক্ষিণ আফ্রিকান বোলারদের এমন খারাপ সময় সচরাচর আসে না। ভারতের মাঠে খেলতে নেমে কঠিন পরীক্ষাতেই পড়লেন রাবাদা-ফিলেন্ডার-মহারাজরা। তাদের পাড়া-মহল্লা মানের বোলার বানিয়ে ছাড়লেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা আর মায়াঙ্ক আগারওয়াল। বিশাখাপত্তম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে রোহিত-আগারওয়ালের উদ্বোধনী জুটিতেই ভারত তুলেছে ৩১৭ রান। কিছুতেই যেন কিছু করতে পারছিলেন না প্রোটিয়া বোলাররা। শেষ পর্যন্ত ম্যারাথন এই জুটিটি ভাঙে ইনিংসের ৮২তম ওভারে। কেশভ মহারাজের ঘূর্ণি ডেলিভারিতে পরাস্ত হয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েছেন রোহিত শর্মা। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেন করতে নেমে ডাবল সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। কপাল মন্দ। ১৭৬ রানে থামতে হয়েছে রোহিতকে। ২৪৪ বল মোকাবেলায় গড়া এই ইনিংসে ২৩টি চার আর ৬টি ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি এই ওপেনার। রোহিত অবশ্য টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি পেয়েছিলেন। আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় দিনে সেঞ্চুরি পূরণ করেছেন তার সঙ্গী মায়াঙ্ক আগারওয়ালও। ১২৩ রানে অপরাজিত আছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটিই আগারওয়ালের প্রথম সেঞ্চুরি ইনিংস। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/৩ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2oLPt1j
October 03, 2019 at 09:07AM
03 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top