নয়া দিল্লী, ২২ অক্টোবর- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের আসন্ন মৌসুমে দিনের খেলা কমিয়ে রাতে বেশি বেশি ম্যাচ আয়োজন করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যাতে করে টুর্নামেন্টের স্টেকহোল্ডাররা রাতের ম্যাচগুলো বেশি বেশি ব্যবহার করতে পারে। শোনা যাচ্ছে, আইপিএলের ১৩তম আসর তথা ২০২০ সালের আসরে আট দলের সবাই মাত্র ১টি করে দিনের ম্যাচ খেলবে এবং আগের সূচি অনুযায়ী সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে দুইটি করে ম্যাচের সংখ্যাও কমিয়ে আনা হবে। খুব শীঘ্রই এমন পরিকল্পনার বাস্তব রূপ দেয়া প্রস্তাবিত সূচি পাঠানো হবে আইপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে। বিসিসিআইয়ের এমন ভাবনার পেছনে মূল কারণটা হলো, আগামী বছর আন্তর্জাতিক সূচির ব্যস্ততা না থাকায় এপ্রিলের ১ তারিখ থেকে মে মাসের ৩০ তারিখ পর্যন্ত- পূর্ণ ৬০ দিন সময়ই ব্যবহার করা যাবে আইপিএল আয়োজনের জন্য। এ সময়টাকে কাজে লাগিয়ে দিনের ম্যাচ কমিয়ে টুর্নামেন্টের দৈর্ঘ্য বাড়ানোর কথাই ভাবছে তারা। ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলেই এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে বিসিসিআই। তবে বেশিরভাগ ম্যাচই যদি সন্ধ্যা ৭টায় শুরু করা হয়, তাহলে টিভি কমার্শিয়ালের ব্যাপারে একটা সমস্যায় পড়তেই হবে ব্রডকাস্টারদের। ফ্র্যাঞ্চাইজিদের দাবি মোতাবেক, দর্শকদের সুবিধার্থে রাতের ম্যাচগুলো ১ ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৭টায় শুরুর কথাই ভাবছে আয়োকরা। ভারতীয় সংবাদ মাধ্যমে বিসিসিআইয়ের এক মুখপাত্র বলেন, রাতের বেলা আরও বেশি ম্যাচ খেলার একটা পরিকল্পনা চলছে। এটা যদি পাস হয়, তাহলে সব দল দিনের বেলা মাত্র ১টি করে ম্যাচ খেলবে। আগে যেমন ৪৫ দিনে টুর্নামেন্ট শেষ করা ফেলা হতো, এবার তা না করে পূর্ণ ৬০ দিন ব্যবহারের কথাই ভাবা হচ্ছে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2N0vqVr
October 22, 2019 at 09:27AM
22 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top