কাঠমান্ডু, ১৩ অক্টোবর- এবার তাদের প্রেমের গুঞ্জনটা আরও শক্ত করলেন মিথিলা-সৃজিত। পূজার পরেই মিথিলা-সৃজিত উড়াল দিয়েছেন নেপালে। নেপালের নাগরকোট শহরে কেনাকাটা করতে দেখা গেছে তাদের। তাদের কেনাকাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তবে অনেকে ধারণা করছেন মধুর সম্পর্ক না থাকলে কেনই বা তা দুজনেই নেপালে কেনাকাটা করতে গেছেন। তবে ভিডিওটি নিয়ে সংশয় রয়েছে। কবে কোন সময় এটি ধারণ করা হয়েছে তা জানা যায়নি। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে মিথিলার সম্পর্ক নিয়ে গুঞ্জন বেশ কয়েকমাস ধরেই চলছে। এরমধ্যে সৃজিতের জন্মদিনে মিথিলার হঠাৎ আগমন। এরপর পূজায় কলকাতা ভ্রমণ। সবমিলিয়ে দর্শক-ভক্তরা প্রশ্ন করতে পারেন মিথিলাকে। সম্প্রতি সময় সংবাদকে তাদের প্রেমের গুঞ্জন নিয়ে মিথিলা বলেন, শুধুই বন্ধুত্ব আমাদের মাঝে। একজন ভালো বন্ধুই আরেকজন ভালো বন্ধুর সঙ্গে মিশবে এটাই সরল একটি বিষয়। সৃজিতের সঙ্গে তার কোনও প্রেমের সম্পর্ক নেই উল্লেখ করে তিনি ভক্তদের বিভ্রান্ত হতে নিষেধ করেন। এমন কোনও ঘটনা হলে নিজেই জানাবেন বলে তিনি জানান। অর্ণবের গাওয়া কী হলে কী হতো গানের ভিডিওতে কাজ করতে গিয়ে একে অপরের কাছাকাছি আসেন সৃজিত-মিথিলা। আর/০৮:১৪/১৩ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MEXUUr
October 13, 2019 at 08:55AM
13 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top