মুম্বাই, ২৪ অক্টোবর - বনি কাপুর ও শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর খুবই ফিটনেস-সচেতন। জিমের পাশাপাশি নিয়মিত যান পিলাটিস ক্লাসে। পিলাটিস শরীরচর্চার একটি বিশেষ পদ্ধতি।জোসেফ পিলাটিসের নামে নামাঙ্কিত এ পদ্ধতি পশ্চিমা দুনিয়ার নতুন প্রজন্মের কাছে খুবই জনপ্রিয়। কেতাদুরস্ত স্টাইলের জন্য জাহ্নবী যেমন প্রশংসিত হন, ঠিক তেমনই ট্রলও হয়েছেন বহুবার। এবার আরও একবার ট্রলিং তালিকায় নাম উঠল শ্রীদেবী কন্যার। উজ্জ্বল হলুদ সালোয়ার-কামিজ-ওড়নায় সেজে থাকা জাহ্নবী সম্প্রতি ক্যামেরাবন্দি হন তার পিলাটিস ক্লাসের সামনে। মানানসই কানের দুল আর গয়নায় দারুণ দেখাচ্ছিল জাহ্নবীকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ছবি আর ভিডিওতে দেখা যায়, পিলাটিস ক্লাস থেকে বেরিয়ে সবার দিকে হাত নাড়তে নাড়তে জাহ্নবী নিজের গাড়িতে উঠে যান। এখানেই ঘটে বিপত্তি। গাড়িতে ওঠার সময় দেখা যায়, জাহ্নবীর ওড়না থেকে ঝুলছে প্রাইস ট্যাগ! এ ছবি আর ভিডিও শেয়ার হতে না হতেই নেটিজেনদের মধ্যে হাসির রোল ওঠে। ওড়নার প্রান্ত থেকে ঝুলে থাকা দামের চিরকুট নজর এড়ায়নি নেটিজেনদের। কার্যত জাহ্নবীর পুরো সাজ-ই মাটি হয়ে যায় ভার্চুয়াল দুনিয়ায়। তবে ট্যাগ দেখা গেলেও পোশাকের দাম জানতে পারেননি কেউ। এন এইচ, ২৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32K2nMq
October 24, 2019 at 08:17AM
24 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top