নয়া দিল্লী, ১৬ অক্টোবর- ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলী। আগামী ২৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বোর্ডের কার্যভার গ্রহণ করবেন তিনি। এর আগে দেশটির জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক ছিলেন দাদা। সৌরভের মুকুটে নতুন পালক যোগ হওয়ার পর ক্রিকেটমহল থেকে ভেসে আসছে একের পর এক অভিনন্দন বার্তা। এবার তাকে শুভেচ্ছা জানালেন সাবেক সতীর্থ ও কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। একসময় দলকে শুভসূচনা এনে দিতে সৌরভের সঙ্গে ওপেনিংয়ে নামতেন তিনি। তাই খুব কাছ থেকে দেখেছেন বাংলার মহারাজের নেতৃত্বগুণ ও ব্যাটিং ক্যারিশমা। লিটল মাস্টারের বিশ্বাস, বোর্ডের প্রশাসক হিসেবেও সফল হবেন সাবেক বাঁহাতি ব্যাটার। সৌরভকে অভিনন্দন জানাতে সোশ্যাল মিডিয়া টুইটার বেছে নিয়েছেন শচীন। এক টুইটবার্তায় তিনি বলেন, বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার জন্য অভিনন্দন, দাদা। আমি নিশ্চিত, তুমি পারবে। যেভাবে দেশের ক্রিকেটের সেবা করে এসেছ, সেভাবেই করে যাবে। নতুন যারা ভারতীয় ক্রিকেটের দায়িত্ব নিচ্ছ, তাদের প্রতি শুভেচ্ছা রইল। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/১৬ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32i2f6I
October 16, 2019 at 06:47AM
16 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top