মাউরো ইকার্দি ও কিলিয়ান এমবাপের জোড়া গোলে মার্সেইকে উড়িয়ে দিল পিএসজি। গতকাল রবিবার লিগ ওয়ানে তাদের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল। ম্যাচের শুরু থেকে মার্সেইয়ের রক্ষণভাগে আতঙ্ক ছড়ান পিএসজির ইকার্দি। গোলরক্ষকের দৃঢ়তায় মার্সেই একবার বেঁচে গেলেও মাত্র ১০ মিনিটের মাথায় গোল খেয়ে বসে দলটি। এর ফলে ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি। দলের হয়ে এ গোলটি করেন ইকার্দি। দি মারিয়ার দারুণ ক্রসে লাফিয়ে হেড নেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। গোলরক্ষক ঝাঁপিয়ে কোনোমতে ঠেকিয়ে দেন। তবে ফিরতি বলে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন তিনি। এরপরে ২৭তম মিনিটে আবারো গোলের দেখা পায় পিএসজি। এবারও গোল করেন ইকার্দি। মার্কো ভেরাত্তির চমৎকার ক্রসে ছুটে গিয়ে দারুণ হেডে প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি। এভাবে একের পর এক আক্রমণ করে যাওয়া পিএসজিতে বেশিক্ষণ ঠেকিয়ে রাখা যায়নি। কারণ ইকার্দির পর গোলের মিশনে নামে এমবাপে। দি মারিয়ার কাছ থেকে বল পেয়ে ৩৩তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন তিনি। বিরতির আগে ৪৪তম মিনিটে প্রতি আক্রমণ থেকে ব্যবধানে আরও বাড়ায় পিএসজি। মাঝ মাঠে বল পেয়ে একটু এগিয়ে দি মারিয়া বাড়ান এমবাপেকে। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে এড়িয়ে ডি বক্সের বাইরে থেকে নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই তরুণ ফরাসি ফরোয়ার্ড। আগের ম্যাচেও চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করেছিলেন তিনি। অপরদিকে দ্বিতীয়ার্ধে নিজেদের রক্ষণভাগ গুছিয়ে নেয় মার্সেই। এ কারণে ম্যাচের বাকি সময়ে আক্রমণাত্মক ফুটবল খেলে গোলের সুযোগ তৈরি করলেও কোনোটিই কাজে লাগাতে পারেনি পিএসজি। এরপর ৪-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে টমাস টুখেলের শিষ্যরা। এ জয়ের ১১ ম্যাচে ২৭ পয়েন্ট শীর্ষে অবস্থান ধরে রেখেছে পিএসজি। আর ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে নঁত। ১৬ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে মার্সেই। আর/০৮:১৪/২৮ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WhGnpO
October 28, 2019 at 06:37AM
28 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top