ঘরের মাঠে দারুণ এক ম্যাচ উপভোগ করলো রিয়াল মাদ্রিদের দর্শকরা। চরম উত্তেজনাকর এই ম্যাচে ৪-২ গোলে জয় পেয়েছে টেবিলের শীর্ষ দল রিয়াল মাদ্রিদ। ধরে রেখেছেন তাদের শীর্ষস্থান। গোল পেয়েছেন বেনজেমা, হ্যাজার্ড, লুকা মড্রিচ ও হামিস রড্রিগেজ। তবে কম যায়নি গ্রানাডাও কদিন আগেই বার্সেলোনাকে ২-০ গোলে হারানো গ্রানাডাও রিয়ালের জালে পাঠিয়েছে দুটি বল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পায় রিয়াল। ডান প্রান্ত থেকে গ্যারেথ বেলের অসাধারণ এক পাস থেকে দলকে এগিয়ে দেওয়ার কাজটা করেছেন করিম বেনজেমা। ১০০ মিলিয়ন ইউরো দিয়ে হ্যাজার্ডকে নিয়ে এসেছিল রিয়াল। কিন্তু পাঁচ ম্যাচ খেলেও কোনো গোল নেই, অন্যকে গোল করাতেও পারেননি। সে দুঃখ আজ কিছুটা হলেও ভুলালেন তিনি। প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে আসে হ্যাজার্ডের সেই স্বস্তিদায়ক গোল। ফেদে ভালভার্দে একক কৃতিত্বে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন। ফাঁকায় থাকা হ্যাজার্ড পাস থেকে চিপ করে ফাঁকি দিয়েছেন আগুয়ান সিলভাকে। ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে রিয়াল। দ্বিতীয়ার্ধে এসে ম্যাচের ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে রিয়ালকে ৩-০ গোলে এগিয়ে দেন ক্রোয়েশিয়ান স্ট্রাইকার লুকা মড্রিচ। তবে ৩-০ গোলে পিছিয়ে পড়ে কোথা থেকে যেন এক অশরীরী শক্তি ভর করল তাদের মাঝে খেলায় ফিরতে মরিয়া হয়ে উঠে তারা। ৬৯ মিনিটে গোলরক্ষক আরিওলার দোষে পেনাল্টি দিয়ে বসে রিয়াল। সেখান থেকে ব্যবধান কমান মাচিস (৩-১)। ৮ মিনিট পরেই ব্যবধান কমে এল। কর্নারে রিয়াল রক্ষণের ভুল কাজে লাগিয়ে ৩-২ করে ফেলেন ডমিঙ্গোস দুয়ার্তে। এরপরই রিয়ালকে আরও চেপে ধরে গ্রানাডা। অন্তত এক পয়েন্ট নিয়ে বার্নাব্যু ছাড়ার আশায় একের পর এক আক্রমণ করছিল তারা। এর মাঝেই ৮৫ মিনিটে বেনজেমার একটি শট অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেন সিলভা। তবে শেষ মুহূর্তে রিয়ালকে স্বস্তি এনে দেন হামেস রদ্রিগেজ। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দারুণ এক প্রতি আক্রমণে ওদ্রিওসোলার পাস থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন তিনি। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রিয়াল। এক ম্যাচ কম খেলে ১৪ ও ১৩ পয়েন্ট নিয়ে তিনে ও চারে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/৬ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ItfCci
October 06, 2019 at 04:35AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন