মুম্বাই, ২২ অক্টোবর - বেশ ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন শাহরুখ খান। এরই মধ্যে স্ত্রী গৌরিকে নিয়ে আলিবাগের বাংলোতে ঘুরতে গিয়েছিলেন তিনি। গত শনিবার দেশের প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও দেখা করতে গিয়েছিলেন। সেই সব ছবি এখন ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবার শাহরুখ খানের নতুন একটি ছবি নিয়ে আলোচনা চলছে। রোববার দোস্ত অফ গড লেখা একটি স্টাইলিশ ডিসট্রেসড ডেনিম জ্যাকেট পরে দেখা গেছে শাহরুখকে। বলিউড বাদশাকে সাধারণত এমন স্টাইলে দেখা যায় না। শাহরুখ জানান, সম্প্রতি এই জ্যাকেটটা তাকে উপহার দিয়েছেন দীর্ঘদিনের বন্ধু করণ জোহর ছবির ক্যাপশনে কিং খান লিখেছেন, আরও একবার ধন্যবাদ তোমাকে করণ জোহর। তোমার ফ্যাশনিস্তা স্টাইল সেন্সের সঙ্গে কোনো দিনই ম্যাচ করতে পারব না। কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। শাহরুখের পোস্টটি রিটুইট করেছেন করণ জোহর। এ পোশাকে বন্ধুকে বেশ মানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ইতোমধ্যে শাহরুখ খানের এই টুইটে লাইকের সংখ্যা ৪৯ হাজার ছাড়িয়েছে। রিটুইট হয়েছে সাড়ে চার হাজারেরও বেশি বার। একই জগতের দুই ব্যতিক্রমী তারকা শাহরুখ খান ও করণ জোহর। একজন অভিনয় জগতের কিং খান আরেকজন বহুমুখী প্রতিভাবান পরিচালক ও প্রযোজক। শাহরুখ খান অভিনীত করণ জোহরের মাই নেম ইজ খান (২০১০) দারুণ ব্যবসাসফল ও প্রশংসিত হয়েছিল। ২০১১ সালের সেরা পরিচালক হিসেবে ভারতের বড় বড় সব কটি অ্যাওয়ার্ড এসেছিল করণ জোহরের ঝুলিতে। সঙ্গে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী হিসেবেও শাহরুখ খান ও কাজল পেয়েছিলেন বেশ কয়েকটি অ্যাওয়ার্ড। করণের প্রযোজনা প্রতিষ্ঠান আছে তিনটি। ধর্ম প্রডাকশনস, ধর্ম ২.০ এবং ধার্মাটিক প্রডাকশনস। এগুলো যথাক্রমে সিনেমা, বাণিজ্যিক বিজ্ঞাপন, টিভি শো ও ডিজিটাল সিনেমা নির্মাণ করে। এন এইচ, ২২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2W10Y1u
October 22, 2019 at 09:33AM
22 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top