মুম্বাই, ২৯ অক্টোবর- মৌনী রায় পর পর সুপারহিট ছবি উপহার দিয়েছেন। সব মিলিয়ে বর্তমান সময়টা বেশ ভালই কাটছে তার। অক্ষয় কুমারের সঙ্গে গোল্ড ছবিতে তার অভিনয় মন কেড়েছে ভক্তদের। কয়েকদিন আগেই কাজ থেকে একটু ছুটি নিয়ে অভিনেত্রী বেড়িয়ে এসেছেন থাইল্যান্ডে। আর সেখান থেকেই পোস্ট করেছেন নিজের বেশ কিছু ছবি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। আর সেখানে অভিনেত্রী জানান তার বন্ধুদের সঙ্গে নিজের সম্পর্কের কথা। মৌনী রায় বলেন, আমার হাতে গোনা কয়েকজন বন্ধু আছে। আর নিজের অবসরটা আমি বাসায় কাটাতেই বেশি স্বাচ্ছ্যন্দবোধ করি। আমার যেহেতু কোনও রাতের সঙ্গী নেই তাই আমি একটু তাড়াতাড়িই ঘুমিয়ে পড়ি। মৌনীর ক্যারিয়ার গ্রাফ এখন বেশ ঊর্ধ্বমুখী। বি-টাউনের অন্যতম প্রমিসিং অ্যাক্টর রাজকুমাররাও-এর সঙ্গে মেড ইন চায়না-তে জুটি বাঁধতে দেখা যাবে তাকে। আর/০৮:১৪/২৯ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JuoUFG
October 29, 2019 at 08:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top