ঢাকা, ৩০ অক্টোবর - সাকিব আল হাসান। মাঠ এবং মাঠের বাইরের নায়ক। দেশের ক্রিকেটের নেতৃত্বদানকারী। ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েও জানায়নি আইসিসির দুর্নীতি দমন কমিশন আকসুকে। আজ আইসিসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জুয়াড়ির সাথে সাকিবের যোগাযোগ থেকে শুরু করে সকল কিছু প্রকাশ করেছে। আকসুর সাথে আলাপচারিতায় নিম্নোক্ত বিষয়গুলো সাকিব আল হাসান স্বীকার করেছেনঃ ১. সাকিব আল হাসানের পরিচিত একজন যে জনাব আগারওয়াল (জনৈক বুকি) কে সাকিব আল হাসান এর নম্বর দিয়েছেন এটা সম্পর্কে সাকিব আল হাসান অবগত ছিলেন। ২. নভেম্বর ২০১৭তে সাকিব আল হাসান এবং আগারওয়াল এর মধ্যে হোয়াটসঅ্যাপ এ অনেক ম্যাসেজ চালাচালি হয়েছিলো যেখানে আগারওয়াল জনাব সাকিব আল হাসানের সাথে দেখা করতে চেয়েছিলেন। ৩. জানুয়ারি, ২০১৮ তে বাংলাদেশ-শ্রীলংকা-জিম্বাবুয়ে র মধ্যকার ত্রিদেশীয় সিরিজ চলাকালীন সময়ে কোন এক ম্যাচে সাকিবকে ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ায় শুভেচ্ছা জানান এবং পরবর্তীতে লিখেন আমরা কি এই সিরিজে `কাজ` করবো নাকি আইপিএল পর্যন্ত অপেক্ষা করবো? (কাজ বলতে ভিতরের তথ্য দেওয়াকে বুঝানো হয়েছে) ৪. ২৩শে জানুয়ারি ২০১৮ তে ওই বুকি আবারও সাকিব আল হাসানকে এপ্রোচ করেন এবং বলেন, ভাই, এই সিরিজে কি কোনকিছু? ৫. ২৬শে এপ্রিল ২০১৮তে আইপিএল এ আগারওয়াল তার কাছে `ভিতরের তথ্য` চান আবারও৷ পরবর্তীতে আগারওয়াল বিটকয়েন, ডলার একাউন্ট প্রভৃতি নিয়ে কথাবার্তা চালিয়ে যান এবং সাকিব আল হাসানের কাছে তার ডলার একাউন্ট এর বিস্তারিত জানতে চান। কথাবার্তা চালাচালির এক পর্যায়ে সাকিব আল হাসান বলেন যে তিনি আগে তার সাথে দেখা করতে চান। ৬. সাকিব আল হাসান উক্ত আগারওয়াল কে চতুর বলে মনে করতেন এবং তিনি ধারণা করেছিলেন যে আগারওয়াল ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকতে পারেন। ৭. উক্ত তিন বার প্রস্তাব পেয়েও কোন একবারও সাকিব আল হাসান সেটা আকসু কে জানান নি। সূত্র : বাংলা ইনসাইডার এন এইচ, ৩০ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32YTFKB
October 30, 2019 at 08:14AM
30 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top