ঢাকা, ১৯ অক্টোবর- রিয়াজ ও ফেরদৌস ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই নাম। সমসাময়িক চলচ্চিত্রে তারা দুজন উপহার দিয়েছেন দর্শকনন্দিত ও ব্যবসা সফল অনেক সিনেমা। বস্তির মেয়ে, এই মন চায় যেসহ বেশ কিছু চলচ্চিত্রে তারা একসঙ্গে অভিনয়ও করেছেন। এই দুই নায়কের সঙ্গে এবার কাজ করলেন জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। প্রথমবারের মতো একই পণ্যের বিজ্ঞাপনে মডেল হলেন জনপ্রিয় এই তিনমুখ। গেল ৯ ও ১০ অক্টোবর কক্সবাজারের মনোরম লোকেশনে আফতাব বিন তমিজের নির্দেশনায় তারা তিনজন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন মৈত্রী শিল্পের পণ্যের বিজ্ঞাপনের শুটিং করেছেন। বিজ্ঞাপনটি নিয়ে চিত্রনায়ক রিয়াজ বলেন, এটা আসলে দায়বোধের জায়গা থেকে করা। খুব চমৎকার প্লট ছিলো বিজ্ঞাপনটির। তিনজনই বেশ মজা করে কাজ করেছি। তারিনের সঙ্গে এর আগে আমার কাজ করা হয়েছে। তবে ফেরদৌসকে নিয়ে তিনজন প্রথমবার ফ্রেম ভাগাভাগি করলাম। এটি প্রচারে এলে আশা করছি দর্শক বেশ উপভোগ করবেন। রিয়াজ বর্তমানে নিজের ব্যবসার পাশাপাশি ছোটপর্দায় অভিনয় করছেন। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন আবারও চলচ্চিত্রের অভিনয়ে ফিরবেন বলে। সেইসঙ্গে ভাল গল্প পেলে সিনেমা প্রযোজনা করারও ইচ্ছে রয়েছে তার। এদিকে ফেরদৌস বর্তমানে ব্যস্ত রয়েছেন নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় জ্যাম ও গাঙচিল সিনেমা দুটির কাজ নিয়ে। সেইসঙ্গে সম্প্রতি শেষ করলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯র বিচারকার্যের দায়িত্ব। আর তারিন অনিয়মিতভাবে হাজির হচ্ছেন নাটক-টেলিছবিতে। পাশাপাশি সেলন সুপার সিঙ্গার রিয়েলিটি শোর বিচারক হিসেবেও কাজ শেষ করেছেন। আর/০৮:১৪/১৯ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2BsfoOV
October 19, 2019 at 11:13AM
19 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top