মুম্বাই, ০১ অক্টোবর - বলিউড অভিনেত্রী সামিরা রেড্ডি। দুই মাস বয়সী শিশুকন্যা নায়রাকে নিয়ে ভারতের কর্ণাটকের সর্বোচ্চ পর্বতচূড়া মুল্লায়ানগিরিতে ওঠেন সামিরা। সোমবার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন ওই সময়ের একটি ভিডিও। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, নায়রাকে নিয়ে মুল্লায়ানগিরিতে আরোহণের চেষ্টায় বাধা পড়েছে। দম শেষ হয়ে যাওয়ায়, মধ্যপথেই থেমে গেলাম। ৬৩০০ ফুট উঁচু। এটিই কর্ণাটকের সর্বোচ্চ পর্বতচূড়া। ৩৫ বছর বয়সী এ তারকা জানান, নতুন মায়েদের কাছ থেকে তিনি বিপুল সাড়া পাচ্ছেন যারা তার থেকে অনুপ্রাণিত হয়েছেন। ওই ইনস্টাগ্রাম পোস্টে সামিরা রেড্ডি বলেন, নতুন মায়েদের কাছ থেকে অনেক মেসেজ পেয়েছি, তারাও ভ্রমণে উৎসাহিত হয়েছেন। ভ্রমণ কাহিনীর এত ইতিবাচক সাড়া পাওয়ায় আমি শিহরিত। ২০১৩ সালে অক্ষয় বরদেকে বিয়ের পরপরই অভিনয় থেকে সরে দাঁড়ান সামিরা। ২০১৫ সালে তাদের প্রথম সন্তান হানসের জন্ম হয়। ট্যাক্সি নম্বর ৯২১১, ম্যায়নে দিল তুঝকো দিয়ার মতো হিট সিনেমা রয়েছে সামিরা রেড্ডির ঝুঁলিতে, দক্ষিণী সিনেমাতেও কাজ করেছেন তিনি। এন এইচ, ০১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2nb9Y7x
October 01, 2019 at 09:43AM
01 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top