ঢাকা, ৩১ অক্টোবর- সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার খবরটি বাংলাদেশ ক্রিকেটে বিনা মেঘে বজ্রপাতের মতোই আছড়ে পড়েছে। হঠাৎ এমন দুঃসংবাদ পেয়ে পুরো জাতি হতবাক। যেন তোলপাড় বাংলাদেশের ক্রিকেট। দেশের সর্বস্তরের মানুষ তার পাশে দাঁড়িয়েছেন। সবাই সহমর্মিতা জানাচ্ছেন। এর মাঝে টাইগারদের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার বলেন, সাকিবের পক্ষে স্বমহিমায় ক্রিকেটে ফিরে আসা সহজ হবে না। তিনি বলেন, সাকিবের মতো পরিণত ক্রিকেটার এ ভুল করবে, সেটি ভাবতেই পারিনি। পুরো ঘটনায় স্তম্ভিত হয়েছি। তবে একটি ব্যাপারে কিছুটা স্বস্তি পাচ্ছি। তাকে আমি অনেক দিন ধরে চিনি ও জানি। সে কখনও কোনো দুর্নীতির সঙ্গে জড়ায়নি। আইসিসি ওকে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত করেনি। এটি স্বস্তির খবর। বাশারের নেতৃত্বে অনেক ম্যাচ খেলেছেন সাকিব। এক বছর নির্বাসনে থাকার পর কতটা কঠিন হবে বিশ্বসেরা অলরাউন্ডারের প্রত্যাবর্তন? সাবেক অধিনায়ক বলেন, সাকিব এক বছর ক্রিকেটের বাইরে থাকবে। এটি তাকে বড়সড় মানসিক ধাক্কা দেবে। নিষেধাজ্ঞা শেষে আগে ওকে ক্রিকেটে ফিরতে হবে। পরে এ জায়গায় পৌঁছতে হবে, যেখানে সে এখন আছে। কাজটা খুবই কঠিন। তবে অসম্ভব নয়। তবে নামটি সাকিব বলেই এ কঠিন কাজটিও উনি করে দেখাতে পারেন বলে মনে করেন বাশার। বাশার বলেন, সাকিব বলেই ওর প্রতিভা আর দক্ষতার ওপর আস্থা আছে। মাঝে মাঝে চোটের কারণে ছিটকে গেছে সে। কখনও ছয় মাসের বেশি বাইরে থেকেছে। সেখান থেকেও আমি তাকে সফলভাবে ফিরে আসতে দেখেছি। ও যথেষ্ট অভিজ্ঞ। কঠিন কাজটি না করে দেখানোর কোনো কারণ নেই। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/৩১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/320q3v3
October 31, 2019 at 09:00AM
31 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top