ঢাকা, ২৯ অক্টোবর - দেশের জনপ্রিয় লেখক-অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল উপন্যাস নির্মিত দিপু নাম্বার টু ও আমার বন্ধু রাশেদ চলচ্চিত্র দুটি দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এবার তার উপন্যাস রাতুলের রাত রাতুলের দিন নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন নির্মাতা আবু রায়হান জুয়েল। চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। নির্মাতা জুয়েল জানালেন, এই চলচ্চিত্রের জন্য দুটি গানও লিখবেন মুহম্মদ জাফর ইকবাল। এই প্রথমবারের মতো সিনেমার গান লিখতে যাচ্ছেন তিনি। চলতি বছরের এপ্রিলে (২০১৮-২০১৯ অর্থবছর) ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় সিনেমাটির পাণ্ডুলিপি। রাতুলের রাত রাতুলের দিন অবলম্বনে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন এর চিত্রনাট্য তৈরি করেছেন জাকারিয়া সৌখিন। আবু রায়হান জুয়েল বলেন, আমাদের সিনেমাটি অনুদান পেয়েছে নসু ডাকাত কুপোকাত নামে। পরে স্যার (মুহম্মদ জাফর ইকবাল) ও মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে নাম অ্যাডভেঞ্চার অব সুন্দরবন করা হয়। প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষ। সিনেমায় মোট চারটি গান থাকবে। এর মধ্যে দুটি গান লিখতে চেয়েছেন স্যার। জুয়েল জানান, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সিনেমাটির শুটিং শুরু হবে। এখন শিল্পী বাছাই চলছে। অনেকগুলো শিশু শিল্পী প্রয়োজন এই সিনেমার জন্য। থাকবে নায়ক-নায়িকাও। ডিসেম্বরের মধ্যে শিল্পীদের তালিকা চূড়ান্ত করা হবে। এন এইচ, ২৯ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/331NdCI
October 29, 2019 at 10:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top