মুম্বাই, ১২ অক্টোবর- জ্যাকলিন ফার্নান্ডেজ ও সুশান্ত সিং রাজপুতের নতুন ছবি ড্রাইভ-এর দ্বিতীয় গানের শুটিং শেষ হয়েছে। সম্প্রতি হওয়া এই গানের শুটিংয়ে অসুস্থ শরীর নিয়ে অংশ নেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ভারতীয় গণমাধ্যম এই সময়ের খবরে বলা হয়েছে, ছবিটির কর্মা গানের সিকোয়েন্সে অসুস্থ শরীরে ডান্স করতে গিয়ে, অজ্ঞান হয়ে পড়েন তিনি। অসুস্থ শরীরে পায়ে ব্যথা নিয়ে হাই-হিল পরে গানে নাচের সিকোয়েন্সেই শুধু নয়, ছবির অ্যাকশন দৃশ্যেও সকাল-রাতে শুটিং করেন জ্যাকলিন। জ্যাকলিন ফার্নান্ডেজ বলছিলেন, অসুস্থ শরীরে দু-দিন ধরে সকাল-রাতে গানের শুটিং করেছি। পায়েও প্রচণ্ড ব্যথা ছিল। তবে এখন পর্দায় এই গানে নিজেকে দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছি। ছবির পরিচালক তরুণ মানসুখানি। ছবিটির প্রথম গান মাখনা ইতোমধ্যে মুক্তি পেয়েছে। ছবিটি সিনেমা হলে মুক্তির পর নভেম্বরের শুরুর দিকে ওয়েব প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেও মুক্তি পাবে। আর/০৮:১৪/১২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35okQ3b
October 12, 2019 at 07:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top