কলকাতা, ২৯ অক্টোবর- ক্রিকেটারদের পাশাপাশি অলিম্পিকে পদকজয়ী ক্রীড়াবিদদের ইডেন টেস্ট সংবর্ধনা দেওয়ার ভাবনা ভারতীয় ক্রিকেট বোর্ডের৷ এমন অভিনব পরিকল্পনা সদ্য বিসিসিআই প্রেসিডেন্টের চেয়ারে বসা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর ভারতের মাটিতে দিন-রাতের টেস্টের আয়োজন করতে চলেছেন সৌরভ৷ সব ঠিকঠাক থাকলে আগামী ২২ নভেম্বর ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে ডে-নাইট টেস্ট খেলবে বিরাটরা৷ সোমবার এমনই ইঙ্গিত দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট৷ ইডেন টেস্টে প্রথম টেস্ট খেলা বাংলাদেশ দলের ক্রিকেটার এবং ওই টেস্টে ভারতীয় দলের ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হয়েছে আগেই৷ ক্রিকেটের নন্দনকাননে সংবর্ধিত করা হবে দুই দলের ক্রিকেটারদের৷ ক্রিকেটারদের পাশাপাশি ইডেন টেস্টে অলিম্পিকে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদ অভিনব বিন্দ্রা, মেরি কম ও পিভি সিন্ধুদের আমন্ত্রণ জানানোর কথা জানান সৌরভ৷ তাঁদেরও সংবর্ধনা দেওয়ারও পরিকল্পনা রয়েছে বোর্ডের তরফে। সৌরভ বলেন, অলিম্পিকে অবদানের জন্য ইডেন টেস্টে পিভি সিন্ধু, মেরি কম-সহ কিংবদন্তি ভারতীয় ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে ইডেনে দিন-রাতের টেস্ট খেলার সবুজ-সঙ্কেত পাওয়ার পরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ইডেনে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলার জন্য বিসিবি-কে প্রস্তাব দেওয়া হয়৷ বিসিবি রাজি থাকলেও তারা একবার দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে৷ মঙ্গলবারের মধ্যেই এ ব্যাপারে বিসিবি তাদের সিদ্ধান্ত জানাতে পারে বলে জানিয়েছেন সৌরভ৷ ইতিমধ্যে ইডেন টেস্টে দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছে সিএবি৷ সদ্য বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসা সৌরভ আরও জানান, ইডেনে দিন-রাতের টেস্ট ম্যাচ প্রতি বছর আয়োজনের পরিকল্পনা রয়েছে তাঁর। তিনি বলেন, আমি চাই দিন-রাতের ম্যাচ ইডেনে একটা বার্ষিক ব্যাপার হোক। ক্রিকেট অস্ট্রেলিয়া প্রতি বছর কিংবদন্তি অজি পেসার গ্লেন ম্যাকগ্রার প্রয়াত স্ত্রী জেন ম্যাকগ্রার ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে পিঙ্ক টেস্ট ম্যাচ আয়োজন করে থাকে। এই টেস্টে ক্রিকেটারেরা গোলাপি টুপি মাথায় মাঠে নামেন। পিঙ্ক টেস্টের উদ্দেশ্য হল, স্তন ক্যানসারের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা। তবে ক্রিকেটের স্বর্গোদ্যানেও সে রকম কোনও উদ্যোগ থাকবে কিনা, জানাননি সৌরভ৷ এন কে / ২৯ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36d5K0x
October 29, 2019 at 07:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top