ঢাকা, ১৪ নভেম্বর - লােকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এশিয়ার সবচেয়ে বড় লােকসংগীতের উৎসব। ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট নামের এই উৎসব চলতি বছরেও অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবের পঞ্চম আসরের পর্দা উঠবে আজ ১৪ নভেম্বর। চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীর আর্মি স্টেডিয়ামে চলা এই উৎসবে দর্শকরা উপভােগ করবেন দেশ বিদেশের সেরা লােকসংগীতশিল্পীদের শেকড় সন্ধানী গান। আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে বাংলাদেশসহ বিশ্বের ৬টি দেশ থেকে ২০০ জনের বেশি লােকশিল্পী ও কলাকুশলীরা সংগীত পরিবেশনে অংশ নেবেন। উৎসবের প্রথমদিন শুরু হবে প্রেমা ও ভাবনা নৃত্যদলের শিল্পীদের পরিবেশনা দিয়ে। বাদ্যের তালে তালে নানা রকম নাচ দিয়ে দর্শক-শ্রোতাদের স্বাগত জানাবেন তারা। এরপর নিজেদের দেশের লোকসংগীতের পরিবেশনা নিয়ে আসবে গানের দল জর্জিয়ার শেভেনেবুরেবি। তাদের যাত্রা শুরু হয় ২০০১ সালে। নানা ধরনের লোকযন্ত্র বাজিয়ে ভিন্নধর্মী সংগীতায়োজন করে তারা জনপ্রিয়তা পেয়েছে। গাওয়ার পাশাপাশি জর্জিয়ার বিভিন্ন অঞ্চল থেকে লোকগান সংগ্রহ করে দলটি জর্জিয়ান লোকসংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে অবদান রাখছে। এশিয়া-ইউরোপের বিভিন্ন দেশের বড় বড় কনসার্টে গান করেছে তারা। তারপর বাংলা লোকসংগীতের সমৃদ্ধ ভান্ডার নিয়ে হাজির হবেন জনপ্রিয় গায়ক শাহ আলম সরকার। সর্বশেষ পরিবেশনায় চমক হিসেবে মঞ্চে আসবেন ভারতের নন্দিত গায়ক দালের মেহেন্দি। তিনি একাধারে কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার। তার মূল নাম দলের সিং। বিশ্বব্যাপী ভাংড়া সংগীতকে পরিচিত করিয়ে দেয়ার জন্য তাকে কৃতিত্ব দেয়া হয়। তিনি একজন পপ গায়কও। দীর্ঘ আলখাল্লা পোশাকে অবিরাম নেচে নেচে গান গাওয়া জন্য পরিচিত তিনি। এছাড়াও এবার বাংলাদেশ থেকে থাকবেন মালেক কাওয়াল, কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, চন্দনা মজুমদার, বাউলিয়ানার কামরুজ্জামান রাক ও শফিকুল ইসলাম। বিদেশিদের মধ্যে জর্জিয়ার শেভেনেবুরেবি ও ভারতের দালের মেহেন্দির পাশাপাশি গাইবেন পাকিস্তানের জুনন ও হিনা নাসরুল্লাহ, রাশিয়ার সাত্তুমা। আর মালি থেকে হাবিব কইটে অ্যান্ড হামাদ অংশ নেবেন। এন এইচ, ১৪ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NMpi51
November 14, 2019 at 08:00AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.