নাগপুর, ১০ নভেম্বর - গত ৩ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে যায় স্বাগতিক ভারত। দ্বিতীয় ম্যাচ হারলে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হারের লজ্জায় পড়তে হতো তাদের। আর তাই দ্বিতীয় ম্যাচের আগে ধর্মীয় গুরুর শরণাপন্ন হয়েছিলেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তার সাথে ছিলেন বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারও। শাস্ত্রী নিজেই ধর্মীয় গুরুর সঙ্গে দেখা করে তার সাথে বসা দুইটি ছবি আপলোড করেছেন তার টুইটার অ্যাকাউন্টে। প্রথম ম্যাচ হেরে যাওয়ার কারণেই তড়িঘড়ি করে ধর্মীয় গুরুর শরণাপন্ন হয়েছেন কি না- এমন কিছু নিশ্চিত করে জানাননি ভারতের কোচ শাস্ত্রি। তবে ঘটনাটি মিলে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের শিকার হচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, প্রথম ম্যাচ হেরে চাপে থাকায়, দ্বিতীয় ম্যাচের আগে ধর্মীয় গুরুর শরণাপন্ন হয়েছিলেন ভারতের কোচ রবি শাস্ত্রী । যিনি বৃহস্পতিবারের (৭ নভেম্বর) ম্যাচের আগে দেখা করে এসেছেন ধর্মীয় গুরু বাপা মোহান্ত স্বামীর সঙ্গে। তার কাছ থেকে ম্যাচের আগে আশীর্বাদ নিয়েছেন শাস্ত্রি এবং দলের কয়েকজন খেলোয়াড়। একটি সূত্র নিশ্চিত করেছে, শাস্ত্রির সঙ্গে ছিলেন বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ানসহ বেশ কয়েকজন ক্রিকেটার। সূত্রটির ভাষ্যমতে, শিখর ধাওয়ানসহ দলের কয়েকজন খেলোয়াড় রবি শাস্ত্রীর সঙ্গে একত্রে এসেছিলেন স্বামী নারায়ণের মন্দির ভ্রমণে। তখন তারা বাপা মোহান্ত স্বামীর আশীর্বাদ নিয়েছে। বাপা পুরো সিরিজের জন্য ভারতীয় দলকে আশীর্বাদ করে দিয়েছেন এবং সকলের সুস্বাস্থ্যের জন্য দোয়া করেছেন। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ১০ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32yymhG
November 10, 2019 at 06:15AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন