নয়া দিল্লী, ৪ নভেম্বর- আট-আটটি ম্যাচের অপেক্ষার পর অবশেষে ৯ম ম্যাচে এসে হাতে ধরা দিল সোনার হরিণ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ভারত ছিলো যেন অজেয় একটি দলের নাম। সেই দলটিকে তাদেরই মাটিতে সাকিব-তামিম ছাড়াই হারিয়ে দিলো বাংলাদেশ। দিল্লির অরুন জেটলি (সাবেক ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়ামে রোহিত শর্মার দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে জয়ের সূচনা করলো বাংলাদেশ। আর এই জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী। ম্যাচের বেশ কয়েকদিন আগে থেকেই আলোচনায় ছিল দিল্লীর বায়ু দূষণ। কিন্তু বিসিসিআই সভাপতি জানিয়েছিলেন ম্যাচ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অনেক দেরি হয়ে গিয়েছে। আশা করেছিলেন কোনো বাধা ছাড়াই গড়াবে ম্যাচ। আর শেষ পর্যন্ত খেলাও হয়। আর ম্যাচ শেষে এমন প্রতিকূল পরিবেশে মাঠে নামার জন্য দুই দলকেই ধন্যবাদ দিয়েছেন গাঙ্গুলী। টুইটারে তিনি লেখেন, এমন কঠিন অবস্থায় এ ম্যাচটি খেলার জন্য উভয় দলকে ধন্যবাদ। সাবাশ বাংলাদেশ আর/০৮:১৪/০৪ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33dx4Kf
November 04, 2019 at 03:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top