কলকাতা, ২৩ নভেম্বর- তার জন্মই হয়েছে ইতিহাস গড়ার জন্য। ক্রিকেট মাঠে তার ছেলেমানুষি মাঝে মধ্যে অনেকের বিরক্তির কারণ হয় বটে, কিন্তু দিন শেষে বিরাট কোহলিই কিং। ক্রিকেটের সত্যিকারের রাজা। এবার প্রথম ভারতীয় হিসেবে গোলাপি বলে সেঞ্চুরি হাঁকিয়ে স্থায়ী ইতিহাসে জায়গা করে নিলেন তিনি। কারণ প্রথম সেঞ্চুরির রেকর্ড কেউ ভাঙতে পারে না। আজ ম্যাচর দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ১৫৯ বলে ১২ বাউন্ডারিতে তিন অংক স্পর্শ করেন কোহলি। এটা তার টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি। ভারতের সংগ্রহ ২৫৫/৪। আজ শনিবার ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় দিনে দ্রুত ঘুরছে স্বাগতিক ভারতের রানের চাকা। দুই অপরাজিত ব্যাটসম্যন আজিঙ্কা রাহানে এবং বিরাট কোহলি চতুর্থ উইকেটে বড় জুটি গড়ার পথেই ছিলেন। ৬৯ বলে ৫১ রান করা আজিঙ্কা রাহানেকে ফিরিয়ে আজ দিনের প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। এরই সঙ্গে ভাঙে ৯৯ রানের দারুণ এক জুটি। ৮৯ রানে অপরাজিত কোহলির সঙ্গী রবীন্দ্র জাদেজা। গত শুক্রবার ৩ উইকেটে ১৭৪ রান তুলে প্রথম দিন শেষ করে ভারত। তাদের শুরুটা ছিল সাবধানী। দুর্দান্ত ফর্মে থাকা মায়াঙ্ক আগরওয়ালকে ১৪ রানে মেহেদী মিরাজের দুর্দান্ত ক্যাচে পরিণত করেন আল আমিন হোসেন। চা বিরতির পর নিজের প্রথম ওভারেই রোহিত শর্মাকে (২২) ফিরিয়ে দেন এবাদত হোসেন। এরপর ৯৪ রানের জুটি গড়েন চেতেশ্বর পুজারা এবং বিরাট কোহলি। সেই এবাদতই তৃতীয় উইকেটের এই জুটি ভাঙেন চেতেশ্বর পূজারাকে (৫৫) সাদমানের তালুবন্দি করে। ৭৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন কোহলি। ভারত অধিনায়কের সঙ্গী হন আজিঙ্কা রাহানে। দুজনের অবিচ্ছিন্ন ৩৭ রানের জুটিতে শেষ হয় প্রথম দিনের খেলা। এর আগে গতকালই পিংক বল টেস্টের প্রথম দিনে ৩০.৩ ওভার খেলে মাত্র ১০৬ রানে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ। সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার সাদমান হোসেন। ৮ ব্যাটসম্যান দুই অংকে পৌঁছতে পারেনননি। তার ওপর চোট পেয়ে ছিটকে গেছেন লিটন দাস এবং নাঈম হাসান। তাদের বদলি হিসেবে কনকাশন সাব হিসেবে মাঠে নেমেছেন মেহেদী মিরাজ এবং তাইজুল ইসলাম। ১২ রানে ৫ উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা। উমেশ যাদব নিয়েছেন ৩টি আর ২টি নিয়েছেন মোহাম্মদ শামি। ইডেনে পিংক বল টেস্টের প্রথম দিনেই পড়েছে ১৩ উইকেট। সূত্র: কালের কণ্ঠ আর/০৮:১৪/২৩ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35nOGDO
November 23, 2019 at 10:11AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন