ঢাকা, ০৮ নভেম্বর- তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে দাপুটে জয় ও দ্বিতীয় ম্যাচে লজ্জাজনক হার নিয়ে এখনও সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টিম-টাইগাররা। আগামী রবিবার (১০ নভেম্বর) সিরিজ নির্ধারনের ম্যাচে মাঠে নামবে দুই দল। এই সিরিজের পরেই শুরু হবে টেস্ট সিরিজের প্রস্তুতি। পুরো টেস্ট স্কোয়াডের সদস্যরা একসঙ্গে সেই প্রস্তুতি শুরু করবে। মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদসহ কয়েজন খেলোয়াড় আছেন; যারা টি-টোয়েন্টির পর টেস্টেও খেলবেন। তাদের আপাতত টেস্ট নিয়ে প্রস্তুতি নেয়ার উপায় নেই। সব ভাবনা সিরিজ নির্ধারনের ম্যাচ নিয়ে। নাগপুরে সিরিজ নির্ধারনের সেই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন টেস্ট দলের ৮ ক্রিকেটার। এর মধ্যে টেস্ট স্পেশালিস্ট ও অধিনায়ক মুমিনুল হক, ইমরুল কায়েস, সাদমান ইসলাম ও সাইফ হাসানরা শুক্রবার (৮ নভেম্বর) নাগপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। বাকি চারজন মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী এবং এবাদত হোসেন যাবেন পরের অংশে। তবে আজই ঢাকা ছাড়ার কথা রয়েছে তাদেরও। আগামী ১৪ নভেম্বর ইন্দোরের বিধর্বা ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি। দ্বিতীয় টেস্ট কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ২২ নভেম্বর। সূত্র : বিডি২৪লাইভ এন কে / ০৮ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Co0yt5
November 08, 2019 at 11:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top