ঢাকা, ২০ নভেম্বর- যেখানে নতুন নতুন বিজ্ঞাপনের প্রস্তাব পেতে মুখিয়ে থাকে অভিনেত্রী-মডেলরা। সেখানে বারবার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে আলোচনায় আসছেন মালায়লাম অভিনেত্রী সাই পল্লবী। একবার ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন ফিরিয়ে দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। এবার আলোচনায় এলেন একটি পোশাকের ব্র্যান্ডের বিজ্ঞাপন ফিরিয়ে দিয়ে। বিজ্ঞাপনটির জন্য প্রতিষ্ঠানটি এক কোটি রুপি দেয়ার প্রস্তাব দিয়েছিল পল্লবীকে। কিন্তু এই লোভনীয় প্রস্তাবও ফিরিয়ে দিলেন তিনি। ব্যক্তিগত জীবনে কসমেটিক অপছন্দ করেন সাই পল্লবী। এজন্য রং ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন ফিরিয়েছিলেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন, আমি সুন্দর হওয়ার জন্য মেকআপ ব্যবহার করব না। মেকআপের কারণেই আমাকে ভালো দেখায় না! আমি বিউটি প্রোডাক্টের প্রচারও করব না। আসলে নিজের সম্পর্কে আত্মবিশ্বাসী হওয়া প্রয়োজন। ২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। এরপর ২০১৪ সালে মালায়ালাম ভাষার প্রেমাম সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ফিদা সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা এনজিকে। বর্তমানে তেলেগু ভাষার লাভ স্টোরি ও বিরতা পারভাম ১৯৯২ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। আর/০৮:১৪/২০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Os6qay
November 20, 2019 at 06:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top