নয়া দিল্লী, ০৩ নভেম্বর- নতুন মাইলফলকের সামনে মাহমুদউল্লাহ রিয়াদ। আর মাত্র তিনটি ছক্কা মারতে পারলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কার হাফসেঞ্চুরি করবেন তিনি। এখন পর্যন্ত ৮০ ম্যাচে ৪৭টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। আশা করা হচ্ছে,ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেই এ মাইলফলক স্পর্শ করবেন মাহমুদউল্লাহ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে রোববার সন্ধ্যায় দিল্লিতে টিম ইন্ডিয়ার বিপক্ষে নামবেন টাইগাররা। এ ম্যাচেও সেটি ছুঁয়ে ফেলতে পারেন তিনি। দেশের হয়ে এ ফরম্যাটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটি অবশ্য এরই মধ্যে দখলে নিয়েছেন ৩৩ বছর বয়সী ব্যাটার। এ তালিকায় মাহমুদউল্লাহর পরে আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ৭১ ম্যাচে ৪০টি ছক্কা মেরেছেন তিনি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৭৬ ম্যাচে ৩৩টি ছক্কা হাঁকিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ৮১ ম্যাচে ৩০ ছক্কার মালিক উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশি। আর ৪৪ ম্যাচে ২৮টি ছক্কা ঝুলিতে রয়েছে হার্ডহিটার সাব্বিরের। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভারতের হিটম্যান রোহিত শর্মার। ৯৮ ম্যাচে ১০৯টি ছক্কা মেরেছেন তিনি। ৫৮ ম্যাচে ১০৫টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে আছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। আর ৭৯ ম্যাচে ১০৩টি ছক্কা নিয়ে তিনে রয়েছেন নিউজিল্যান্ডের সুপারম্যান মার্টিন গাপটিল। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/০৩ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2C3luFM
November 03, 2019 at 06:17AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন