প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে কিলিয়ান এমবাপ্পের। যার কারণে ফুটবল বিশ্বের ব্যক্তিগত নৈপুণ্যের অন্যতম সেরা পুরস্কার ২০১৯ ব্যালন ডিঅরের জন্য মনোনীত ৩০ জনের তালিকায় জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে নিজেকে এই পুরস্কারের যোগ্য মনে করেন না এমবাপ্পে। জার্মানভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন ডের স্পেগেলকে এমবাপ্পে আগেই জানিয়েছিলেন, লিওনেল মেসির হাতে ব্যালন ডিঅর পুরস্কার ওঠা উচিৎ। এবার কোয়েস্ট ফ্রান্সকে জানালেন, তিনি নিজে ব্যালন ডিঅরের প্রাপ্য নন। এমবাপ্পের সঙ্গে এক সাক্ষাৎকারে ফ্রান্সের দৈনিক পত্রিকাটি জিজ্ঞেস করেছিল, এই বছর তিনি ব্যালন ডিঅর জিতবেন কিনা। এমন প্রশ্নের জবাবে পিএসজি তারকা বলেন, এই বছর? আপনাকে বাস্তববাদী হতে হবে। এই পুরস্কার আমার প্রাপ্য নয়। আরো খেলোয়াড় আছে যারা অনেককিছু করেছে। তিনি আরো বলেন, পিএসজির হয়ে, আমরা সব ধরণের জাতীয় শিরোপা জিতিনি। চ্যাম্পিয়নস লিগেও আমরা হতাশ হয়েছি। চলতি বছর নিজেকে ব্যালন ডিঅরের যোগ্য মনে করলেও অবশ্য ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী এমবাপ্পে। সেই ব্যাপারে ফরাসি ফরোযার্ড বলেন, আমার এখনো এই পুরস্কার জেতার সময় আছে। আমার অত তাড়াহুড়া নেই। এটা এমন কিছু না যে যা আমাকে হতাশ করে। এবার এমবাপ্পে ব্যালন ডিঅরের জন্য এগিয়ে রাখছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি, জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে। চলতি বছর ডিসেম্বরে প্যারিসে ব্যালন ডিঅর প্রদান করা হবে। আর/০৮:১৪/২৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33qra89
November 26, 2019 at 09:55AM
26 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top