কলম্বো, ২৮ নভেম্বর- উপমহাদেশে ক্রিকেটারদের অবসরের পর রাজনীতিতে আসা নতুন কিছু নয়। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান এখন তাদের প্রধানমন্ত্রী। ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর এখন সংসদ সদস্য। এখনও অবসর না নিয়েও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের মাশরাফি বিন মর্তুজা। এবার সে পথেই হাটলেন শ্রীলঙ্কার কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরন। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক মুরালিধরন শ্রীলঙ্কার নর্দান প্রভিন্সের গভর্নর হতে যাচ্ছেন। দেশটির নতুন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসা এই সিদ্ধান্ত নিয়েছেন। শ্রীলঙ্কায় তিনজন নতুন গভর্নর নিয়োগ করা হবে। তার মধ্যে মুরালিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা একটা বিশেষ সম্মান। লঙ্কান মিডিয়া বলছে, মনে করা হচ্ছে, গভর্নর হওয়ার এই আমন্ত্রণ গ্রহণ করবেন মুরালি। ৪৭ বছরের মুরালিরন টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেটের মালিক। ২০১০ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এর আগে শ্রীলঙ্কার রাজনীতিতে এসেছিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। সেই বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন মুরালিধরনও। তবে সরাসরি রাজনীতিতে কোনো দিনই জড়াননি মুরালি। এবারও তিনি আমন্ত্রিত হিসেবেই আসছেন। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/২৮ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XTdzoo
November 28, 2019 at 12:49PM
28 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top