নয়াদিল্লী, ০৪ নভেম্বর - বাংলাদেশের বিপক্ষে লজ্জাজনক হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সম্মেলনে এসেই সাংবাদিকদের একের পর এক প্রশ্নে বিদ্ধ হতে দেখা যায় ভারত অধিনায়ককে। বাংলাদেশকে হালকাভাবে নিয়েছিলেন কি না এক ভারতীয় তো প্রশ্ন করেই বসলেন। চেহারার বিরক্তিভাব নিয়ে রোহিত শর্মা দিলেন কড়া জবাব। স্পষ্ট জানালেন, সেই আগের বাংলাদেশ তো আর এখন নেই। নতুন নতুন খেলোয়াড়ের সম্মিলনে এই বাংলাদেশ অন্যরকম। ২০০৯ সালে টি-টোয়েন্টিতে দুদলের প্রথম দেখায়। ২০১৮ সালে নিদহাস ট্রফি পর্যন্ত আরও সাতবারের দেখায় একবারও বাংলাদেশ হারাতে পারেনি ভারতকে। তবে ২০১৬ সাল থেকেই বারবারই শেষ মুহূর্তে ম্যাচ জমিয়ে হেরেছে বাংলাদেশ। নবম দেখায় বাংলাদেশ জেতার পর রোহিত বললেন, ৮ ম্যাচ, ঠিক? আপনি বলতে চাইছেন যখন টি-টোয়েন্টি খেলা শুরু করেছিলাম তখন থেকে? ওটা তো অনেক আগের কথা ভাই। তখন তো তারা আরেকরকম দল ছিল। এখন তারা অনেক ভিন্ন। অনেক নতুন খেলোয়াড় এসেছে। এমন দলকে হালকা ভাবে নেওয়ার প্রসঙ্গ আসে কোথা থেকে? খেলায় বিশেষ করে ক্রিকেটের ক্লাসে সবাই আমরা একইরকম ছাত্র। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ আমাদের কাছে একইরকম। তিনি আরও বলেন, রেকর্ড রেকর্ডের মতো থাকে। আমরা যখন খেলতে নামি তখন এসব রেকর্ড কাজে আসে না। যখন একটা নতুন খেলায় নামি তখন নতুনভাবেই সব ভাবতে হয়। ম্যাচ হারার পর এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া এই ওপেনার জানান, বাংলাদেশ সব দিক থেকেই এগিয়ে থেকে জিতেছে। কৃতিত্বটা তাদের পাওনা। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৪ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NGibtx
November 04, 2019 at 07:40AM
04 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top