কলকাতা, ২৫ নভেম্বর- ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, টাইগাররা যত বেশি টেস্ট খেলবে তত বেশি অভিজ্ঞ হবে। আপনি যদি এখন দুটি টেস্ট খেলেন এবং এরপর দেড় বছর পর আবার টেস্ট খেলতে নামেন তাহলে বুঝতে পারবেন না চাপের পরিস্থিতে কিভাবে খেলতে হয়। বাংলাদেশ দলের বিপক্ষে পরপর দুই টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের পর সংবাদ সম্মেলনে কোহলি বলেন, বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ দুইজন ক্রিকেটার ছাড়াই তারা খেলেছে। সাকিব নেই, তামিম নেই। মুশফিক-মাহমুদউল্লাহ এই দুইজন অভিজ্ঞ ক্রিকেটার দিয়ে আপনি একটা দলের কাছ থেকে খুব বেশি কিছু আশা করতে পারেন না। দলের বাকি ক্রিকেটাররা তরুণ, তাই তারা এখান থেকে অভিজ্ঞতা অর্জন করবে। ভারতীয় এ অধিনায়ক আরও বলেন, বাংলাদেশ দলের দক্ষতা অবশ্যই আছে। যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, যোগ্য বলেই খেলছে। তবে ম্যাচের পরিস্থিতি বোঝা বা কি করে আরও ভালো করতে হয় সেটা বোঝা তাদের জন্য গুরুত্বপূর্ণ। বোর্ড ও খেলোয়াড়দেরকে অনুধাবন করতে হবে তাদের কাছে এটার গুরুত্ব কেমন। শুধু তখনই আপনি টেস্ট ক্রিকেটে সামনে এগোতে পারবেন। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/২৫ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QJjATj
November 25, 2019 at 04:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top