কলকাতা, ২২ নভেম্বর - আর মাত্র কয়েক ঘণ্টা পর শুরু হতে যাচ্ছে ভারত-বাংলাদেশ মধ্যকার দিবা-রাত্রির টেস্ট ম্যাচ। আর এই টেস্টের অন্যতম আকর্ষণ ছিল প্যারাট্রুপারস শো। গত বুধবার পর্যন্তও এটি হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তার কথা ভেবেই এই পরিকল্পনা বাতিল করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল(সিএবি)। সিএবির পরিকল্পনা অনুযায়ী ছিল, ম্যাচের টস হওয়ার আগে প্যারাট্রুপাররা প্যারাসুটের মাধ্যমে মাঠে নেমে দুই অধিনায়ক বিরাট কোহলি ও মুমিনুল হকের হাতে দুটি গোলাপি বল তুলে দেবে। এ ব্যাপারে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাঠে উপস্থিত থাকবেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল তাদের সামনে এই ঝুঁকিপূর্ণ হেলিকপ্টার শো করতে চাচ্ছে না। নিরাপত্তার কথা ভেবেই এটি বাতিল করা হয়েছে। অবশ্য হেলিকপ্টার শো বা প্যারাট্রুপারস শো বাতিল হলেও ইডেন টেস্টের বাকি সব আনুষ্ঠানিকতা সিএবির পরিকল্পনা অনুযায়ী হবে বলেই জানা গেছে। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ২২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2pEz7bK
November 22, 2019 at 07:53AM
22 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top