গাজীপুর, ১৬ নভেম্বর - গাজীপুরের শ্রীপুরস্থ সারাহ রিসোর্টে ঢুকতেই বিশাল ব্যানার বিএফএফ কংগ্রেস-২০১৯। ভেতরের আঁকা-বাঁকা পথে যেতে চোখে পড়লো এজিএম-এর ভেন্যু নির্দেশনা। এজিএম-এর ভেন্যুও পাশে গেলেই কানে আওয়াজ, ভেতরেও সরগরম। বেশ গরম বক্তব্যও হচ্ছে। ২০১৬ সালের পর এই প্রথম বাফুফের সাধারণ সভা। যা ঘিরে অনেকদিন ধরেই আলোচনায় ভরপুর ছিল ফুটবলাঙ্গন। যে কারণে, গাজীপুরের গহীন বনের মধ্যে আয়োজিত এজিএম দেখতে ক্রীড়াঙ্গনের কিছু উৎসুক মানুষও ছিল। সকাল ১১ টায় শুরু হওয়া সাধারণ সভা শেষ হয়ে যায় দুপুর দেড়টার দিকে। তবে এজিএম-এর সমাপ্তি নিয়ে প্রশ্ন তুলেছেন কাউন্সিলরদের একটা অংশ। অনেক প্রশ্নের জবাব না দিয়ে তড়িঘড়ি করে এজিএম শেষ করে দেয়ার অভিযোগ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন আগামী নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার ষোঘণা দেয়া তরফদার মো. রুহুল আমিন। এজিএম শেষে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের মুখে হাসি। রাগ-ক্ষোভ ঝরলো অন্যতম সহসভাপতি বাদল রায়ের মুখ থেকে। হতাশ হয়ে বললেন-এমন এজিএম করে লাভ কি? প্রায় সাড়ে ৩ বছরের হিসাব-নিকাশ। জমে থাকা অনেক প্রশ্ন, এতসব কি কয়েক ঘন্টার এজিএম-এ শেষ হয়? হয়নি। হয়নি বলেই অনেকে নাখোশ, হতাশ। এজিএম শেষে নির্বাহী কমিটির প্রায় সবাইকে দুইপাশে রেখে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বললেন, আমি খুব খুশি এমন একটা এজিএম করতে পেরে। এখানে সবাই খোলামনে কথা বলেছেন। ফুটবল একটি পরিবার। এ সভায় তা আবার প্রমাণিত হয়েছে। ফুটবলের স্বার্থেই আমরা সবাই ঐক্যবদ্ধ। বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, আমাদের এজিএম অনেক দেরিতে হলো। তবে সামনে থেকে নিয়মিত করা হবে। রুহুল আমিন তরফদার বলেন, অনেক বিষয়েই অসঙ্গতি ছিল। বিশেষ করে আর্থিক রিপোর্টে। তবে আমরা সবকিছুই অনুমোদন করেছি ফুটবলের স্বার্থে। কমিটির পক্ষ থেকে আমাদেরকে কথা দেয়া হয়েছে, ভবিষ্যতে এসব বিষয়ে সতর্ক থাকবে। ৯টি এজেন্ডা নিয়ে অনুষ্ঠিত এ সভায় ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের অডিটরস রিপোর্ট অনুমোদন করার পাশাপাশি ২০২০ সালের জন্য ৪১ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকার সম্ভাব্য বাজেট পাস করা হয়। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NQqOD5
November 16, 2019 at 03:22PM
16 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top