মুম্বাই, ১৩ নভেম্বর - বলিউডের তারকা হৃত্বিক রোশনকে পছন্দ করার অভিযোগে এক নারীকে হত্যা করেছেন তার স্বামী। পরে তিনিও আত্মহত্যা করেন। শুক্রবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিয়ইয়র্ক শহরের কুইন্সে এ ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম জানায়, হৃতিককে পছন্দ করায় স্ত্রী ডোনে ডোজয়ের (২৭) ওপর আগে থেকেই চটে ছিলেন দিনেশ্বর বুধীদাত (৩৩) নামের তার স্বামী। এক পর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেন তিনি। পরে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নিজেও। এ বিষয়ে নিহত ওই নারীর সহকর্মী বলেন, ও আমাকে বলেছিল যখনই সে বাড়িতে সিনেমা দেখতো বা গান শুনতো তার স্বামী সেটা বন্ধ করে দিতে বলতেন। কারণ, তিনি হৃত্বিকের প্রতি নিজের স্ত্রীর ভাল লাগাকে হিংসা করতেন। তিনি আরও বলেন, ডোনে ডোজয় হৃত্বিককে এতটাই পছন্দ করতেন যে তার অভিনীত কোনো ছবি দেখাই বাদ রাখতেন না। জানা গেছে, হৃতিককে পছন্দ করা নিয়ে ঝগড়ার জেরে স্বামীর বাড়ি থেকে চলে গিয়ে আলাদা থাকতে চেয়েছিলেন ডোনে ডোজয়। তবে দিনেশ্বরের অনুরোধে আবার ফিরে যান তিনি। পুলিশ জানায়, ঘটনার দিন সন্ধ্যায় দ্বীনেশ্বর তার শ্যালিকাকে খুদেবার্তায় জানান, তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। এর পরেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। জানা গেছে, এর আগেও স্ত্রীর ওপর অত্যাচার করার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। এমনকি আদালতের কাছে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে নিরাপত্তাও চেয়েছিলেন ডোনে ডোজয়। এন এইচ, ১৩ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CDGdAd
November 13, 2019 at 11:58AM
13 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top