ঢাকা, ২৭ নভেম্বর- ক্রিকেটার পরিচয়ের বাইরেও বাংলাদেশের ওয়ানডে কাপ্তান মাশরাফি বিন মর্তুজা এখন নড়াইল-২ আসনের সাংসদ। ফলে মাঠের বাইরের ব্যস্ততায় চোটের চিকিৎসাও ঠিকঠাক হচ্ছেনা তার। যদিও বিপিএলের আগেই ফিরছেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক। বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকলেও শেষ মুহুর্তে চোটে পড়ে সিরিজ থেকে ছিটকে যান মাশরাফি। তবে বিপিএল সামনে রেখে নীরবেই বিসিবির একাডেমি মাঠে ঘাম ঝরিয়ে যাচ্ছিলেন, ওজনও কমিয়েছেন চোখে পড়ার মতই। কিন্তু বিপিএল ড্রাফটের দিনই বোলিং মেশিনে ব্যাটিং অনুশীলনে পান চোট, ব্যথা পান কুঁচকিতে। আজ (২৬ নভেম্বর) বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের সাথে কথা বলেছেন মাশরাফির চোট নিয়ে। মাশরাফির ব্যস্ততায় চিকিৎসা কিছুটা ধীর হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মাশরাফির সমস্যা হচ্ছে গত ১৫ দিনে মাত্র দুইদিন ট্রিটমেন্ট নিতে এসেছে। আজকেও ট্রিটমেন্ট করতে করতে প্রধানমন্ত্রীর ফোন আসায় চলে যায়। সো রেগুলারিটিটা মেইনটেইন করতে পারেছেনা। কি ধরণের চোটে পড়েছে মাশরাফি জানতে চাইলে দেবাশীষ চৌধুরী জানান, ব্যাক ইনজুরি, স্কোয়াট করতে গিয়ে ব্যাকে লেগেছে। আমরা ধারণা করছি মাসল। আমরা একটা স্ক্যান করতে বলেছি কিন্তু স্ক্যান করার সময়ই পাচ্ছেনা। একদিকে লম্বা সময় অনুশীলন, ম্যাচের বাইরে ছিলেন। অন্যদিকে অনুশীলন শুরু করেও পড়তে হল চোটে। বিপিএলে শতভাগ ফিট মাশরাফিকে পাওয়া সম্ভব কিনা জানতে চাইলে বিসিবির প্রধান চিকিৎসক যোগ করেন, ও তো সবসময়ই শতভাগ ফিট ছাড়াই খেলে ফেলে, ভালোও করে। শতভাগ ফিট হবে কিনা সেটা আমরা চিন্তা করিনা, যেহেতু তার লিগামেন্ট ইনজুরি আছে। মেডিকেল দিক দিয়ে শতভাগ তো অবশ্যই না, তবে ফাংশনালি তো শতভাগ দেয়। এটার উপর ভিত্তি করেই বিশ্বকাপ খেলেছে, যখন বিশ্বকাপ খেলেছে তখন ইনজুরি ছিল। এটাতো এমন কোন চোট না যে ওর বনার্ভ কিংবা অন্যকিছুতে সমস্যা। আশা করি ক্লিনিকালি তাঁকে সুস্থ করা যাবে, খুব সামান্য ব্যাপার। সময় পাচ্ছেনা বলে হচ্ছেনা এইতো। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/২৭ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OmlHdZ
November 26, 2019 at 07:28PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন