রাজকোট, ০৭ নভেম্বর - দিল্লি জয়ের পর এখন বাংলাদেশের ক্রিকেটারদের চোখে সিরিজ জয়ের স্বপ্ন। টি-টোয়েন্টিতে ভারতের মত শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জিততে পারার কৃতিত্ব যে কত বড় সেটা ক্রিকেটবোদ্ধ মাত্রই বুঝবেন। সে কারণেই মাহমুদউল্লাহ রিয়াদরা মুখিয়ে রয়েছেন রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামার জন্য। কিন্তু দিল্লিতে যেমন চোখ রাঙিয়েছিল মারাত্মক বায়ুদূষণ, তেমনি রাজকোটেও চোখ রাঙাচ্ছিল ঘূর্ণিঝড় মাহা। আরব সাগর থেকে উঠে আসা এই ঘূর্ণিঝড় মাহার প্রভাবে রাজকোটে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে কি না তা নিয়ে তুমুল সংশয় দেখা দিয়েছিল। তবে, স্বস্তির খবর হচ্ছে ঘূর্ণিঝড়ের দিক বদলে গেছে। গুজরাট উপকূল, আহমেদাবাদ ছেড়ে মাহার গন্তব্য কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালার দিকে সরে গেছে। যে কারণে রাজকোটেও কমে এসেছে ঝড়ের প্রকোপ। বুধবার কিছুটা বৃষ্টিপাত হলেও আজকের খবর হচ্ছে, সকাল থেকেই রাজকোটে রৌদ্রোজ্জল আবহাওয়া। কিন্তু রাজকোটে আজ কোনো বৃষ্টিপাত নেই। সকাল থেকেই রোদ জলমলে আবহাওয়া বিরাজ করছে। আকাশে মেঘের আনাগোনা থাকলেও সেগুলো বৃষ্টি ঝরানোর মত নয়। অর্থ্যাৎ, ঘূর্ণিঝড়ের গতিপথ পরিবর্তন হওয়ার কারণে আপাতত রাজকোটে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নেই। সুতরাং, বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাগতিক ভারতের সাথে টাইগারদের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াচ্ছে- এতে আর কোনো সংশয় নেই। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৭ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34AoqWz
November 07, 2019 at 06:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top