ইন্দোর, ১৭ নভেম্বর- ভারতের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশের একমাত্র স্বস্তির নাম ছিল আবু জায়েদ রাহী। প্রথম ইনিংসে তিনি ২৫ ওভার বোলিং করে ১০৮ রান দিয়ে নেন চার উইকেট। প্রথম চার ব্যাটসম্যানকে ফেরান তিনি। এর মধ্যে সবচেয়ে দামী উইকেটটি ছিল ভারতীয় অধিনায়াক বিরাট কোহলির। ভারতীয় ক্রিকেটের এই মহারাজাকে আউট করার পর অনুশীলনের আগে জানান নিজের পরিকল্পনার কথা। রাহী বলেন, বিরাট কোহলিকে আউট করা মানে বড় কিছু। অবশ্যই বিরাট কোহলি আমার লাইফের ড্রিম উইকেট। আজ রোববার বিকেলে ইন্দোরে অনুশীলনে এ কথা জানান তিনি। দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে একমাত্র রাহীর বোলিংয়ে কোনো জবাব ছিল কোহলিদের। মাঠের আসার দুই বলের মধ্যেই শূন্য রানে কোহলিকে ফেরান রাহী। শুধু বিরাটকে নয়, এদিন তিনি ফিরিয়েছেন রোহিত শর্মাকেও। রোহিত-বিরাট উইকেট নেওয়া তার জন্য সামনে এগিয়ে যেতে নিঃসন্দেহে শক্তি যোগাবে। ইমরুল কায়েস ক্যাচ মিস না করলে মায়াংক আগারওয়ালের উইকেটও রাহীর ঝুলিতে জমা হতো। অবশ্য এ জন্য খারাপ লাগেনি তার। এটা কে খেলার অংশ জানিয়ে রাহী বলেন, ফ্রাস্টেটিং না। আর সত্যি কথা বলতে, এটা পার্ট অব ক্রিকেট, আমি মেনে নিয়েছি। আমি যদি এখন এই মিসটা নিয়ে বসে থাকি, তাহলে তো আমার জন্যই খারাপ। সো আমি চেস্টা করি যেন আরেকটা ক্যাচ গেলে কেউ মিস না করি। দেখেন সাইফ কিন্তু একটা ভালো ক্যাচ ধরছে। খুব ভালো ক্যাচ ধরছে। তো এটাও তো একটা পার্ট অব ক্রিকেট। সূত্র : আমাদের সময় এন কে / ১৭ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KselDo
November 17, 2019 at 02:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top