ঢাকা, ২১ নভেম্বর - প্রাণ ফ্রুটো ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে দারুণ বোলিং করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আফগানিস্তান ইমার্জিং দলকে তারা বেঁধে ফেলেছে ২২৮ রানে। নিজেদের অপরাজিত যাত্রা অব্যাহত রেখে ফাইনালে উঠতে বাংলাদেশের দরকার ২২৯ রান। মিরপুর শেরে বাংলা জাতীয় বুধবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ২৬৭ রানের সংগ্রহ দাঁড় করিয়ে অল্পের জন্য বেঁচে গিয়েছিল পাকিস্তান। রোমাঞ্চকর সমাপ্তির ম্যাচে তারা ৩ রানে হারিয়েছিল ভারতকে, নিশ্চিত করেছিল ফাইনালের টিকিট। একই মাঠে আজ (বৃহস্পতিবার) ফাইনালে পাকিস্তানের সঙ্গী হওয়ার লড়াইয়ে তাদের চেয়ে প্রায় ৪০ রান কম করেছে আফগানিস্তান। হাসান মাহমুদ, সৌম্য সরকারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রানের বেশি করতে পারেনি আফগানরা। ম্যাচে টস জিতে আগে বোলিংয়ে সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে প্রথম স্পেলে আফগানদের বুকে কাঁপন ধরিয়ে দেন তরুণ পেসার হাসান মাহমুদ। নিজের পাঁচ ওভারের প্রথম স্পেলে মাত্র ১২ রান খরচায় ৩ উইকেট নেন লক্ষ্মীপুরের ২০ বছর বয়সী পেসার হাসান। সঙ্গে সৌম্য সরকার, তানভীর ইসলামরা যোগ দিলে মাত্র ৩৬ রানেই প্রথম ৪ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। তাদের পঞ্চম উইকেট পড়ে দলীয় ৭৩ রানের মাথায়। এরপরই শুরু হয় প্রতিরোধ। ঢাকার ক্রিকেটে নিয়মিত মুখ দারউইশ রসুলি নিচের সারির ব্যাটসম্যানদের ঘোষণা দেন লড়াইয়ের। প্রথমে ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করেন ৬৭ রান, পরে সপ্তম উইকেট জুটিতে আসে আরও ৮৬ রান। এরই মাঝে নিজের সেঞ্চুরি তুলে রসুলি। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৭টি করে চার-ছক্কার মারে ১২৮ বলে ১১৪ রান করেন তিনি। এছাড়া ওয়াহিদুল্লাহ শাফাক ৩৪ ও তারিক স্ট্যানিকজাই খেলেন ঝড়ো ৩৩ রানের ইনিংস। যার সুবাদে ২২৮ রানে লড়াকু সংগ্রহ পায় আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে বল হাতে ৩টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও সৌম্য সরকার। এছাড়া বাঁহাতি স্পিনার তানভির ইসলামের শিকার ২টি উইকেট। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২১ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2O7lfjS
November 21, 2019 at 07:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top