জেলা জজ আদালতের বিনষ্টযোগ্য নথি ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের বিপুল পরিমান বিনষ্টযোগ্য নথি বৃহস্পতিবার ধ্বংস করা হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্ত্বরে জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় এইসব পুরাতন নথি। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, পিপি জোবদুল হকসহ অন্যরা।
আদালত সূত্র জানায়, ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত জেলার জজ আদালতের নিস্পতি হওয়ায় মামলার ১০ হাজারের বেশি নথি ধ্বংস করা হয়। এ সব নথি সবগুলোয় দেওয়ানি মামলার।
সিভিল রুলস ও অর্ডার মোতাবেক নথিগুলো ধ্বংস করা হয় পিপি জোবদুল হক।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১১-১৯


from Chapainawabganjnews https://ift.tt/33r9qJM

November 28, 2019 at 05:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top