ঢাকা, ২৭ নভেম্বর- বিপিএলের আগের সিজনে দুর্দান্ত বোলিং করে দর্শকদের নজর কেড়েছিলেন বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের তরুণ বোলার কাজী অনিক। কিন্তু এবারের বিপিএল ড্রাফটে অনিকের অনুপস্থিতি অবাক করার মতই। এই বিষয়ে বিসিবির জবাব ছিল টেকনিক্যাল কারণে নেই এই তুরণ পেসার। কিন্তু এখন বিসিবির ভেতরের সুত্র অনুসারে ডোপিংয়ের কারণে বাদ পড়েছেন অনিক। যার ফলে এবারের সদ্য সমাপ্ত এনসিএলেও (জাতীয় ক্রিকেট লিগ) দেখা যায়নি তাকে। ডোপ টেস্টে পজিটিভ রেজাল্ট এসেছে। এবার হয়ত বড়ধরনের শাস্তি পেতে যাচ্ছে কাজী অনিক। কমপক্ষে একবছর নিষিদ্ধ হতে পারে। অনূর্ধ্ব ১৯ তারকা ও অল্প বয়সে বিপিএল তারকা বনে যাওয়ায় হঠাৎ অনেক টাকাকড়ি / অর্থবিত্ত পেয়ে যাওয়ায় কি বিপথে চলে গেছে অনিক ? নাকি অসৎ মানুষদের উঠাবসা তার, যার কারনে ডোপ নেয়ার অসদুপায় অবলম্বন করলো? উত্তর জানা যাবে পরে হয়ত! কিন্তু পেস সংকটে ভুগতে থাকা দেশের উঠতি ক্রিকেটাররা এভাবে বিপথে চলে গেলে তাদের এবং দেশের ক্রিকেটের ভবিষ্যত অন্ধকার। সূত্র: ঢাকাটাইমস আর/০৮:১৪/২৭ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34qeFL1
November 27, 2019 at 08:16AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন