মুম্বাই, ০৪ নভেম্বর - রেল স্টেশনে কষ্টে কেটেছে তার দিন। গান গেয়ে ভিক্ষে করে চলতো জীবন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানের দৌলতে রাতারাতি সেলিব্রেটি বনে গেছেন রানু মণ্ডল। বলিউড, রিয়েলিটি শো থেকে পশ্চিমবঙ্গের পূজার থিম সং- সর্বত্র তার কণ্ঠ শোনা গেছে। স্বাভাবিকভাবেই বিশাল ভক্ত-অনুরাগী তৈরি হয়েছে রানুর। এমনই এক অনুরাগী ছবি তুলতে চেয়েছিলেন রানু মণ্ডলের সঙ্গে। কিন্তু তাকে অপমান করে ফেরালেন রানু। কথা বলার জন্য রানুর হাতে আলতো টোকা দিয়ে ডেকেছিলেন ওই ভক্ত। আর এতেই বেজায় চটে গেলেন রানু। গোটা ঘটনাই ধরা পড়েছে ভিডিওতে। আর রানুর বাকি সব ভিডিওর মতো এটিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এখানে ভিখারী থেকে গায়িকা হওয়া রানুর সমালোচনায় মুখর সবাই। ভিডিওতে দেখা যাচ্ছে কোনো এক অনুষ্ঠানে গিয়েছেন ওভারনাইট সেলিব্রেটি রানু মণ্ডল। তাকে ঘিরে জমে গেল ভিড়। সেই সময়েই পেছন থেকে এসে তার হাতে আলতো করে টোকা দিয়ে ডাকেন এক নারী। হাতে স্মার্টফোন। খুব সম্ভবত রানুর সঙ্গে সেলফি তুলবেন বলে এসেছিলেন তিনি। রেগে গিয়ে তার সেই উৎসাহে জল ঢেলে দিলেন রানু। ঘুরে দাঁড়িয়ে তেলে-বেগুনে জ্বলে উঠলেন তিনি। হাত দিয়ে ওই মহিলার গায়ে টোকা মেরে প্রশ্ন করলেন, হোয়াট ডু ইউ মিন? পাশ থেকে রানুর এক সঙ্গী সায় দিলেন, এরকম করাটা একেবারেই অনুচিত। রানু প্রশ্ন করলেন, এগুলো কি? মানেটা কী? তখন সবার সামনে বেশ বিব্রত হয়ে পড়েন ওই নারী। কোনোমতে হেসে পরিস্থিতি সামাল দেন তিনি। তবে, রানুর এমন আচরণের ভিডিও দেখে বেজায় চটেছেন নেটিজেনরা। ফেসবুকে একাধিক পেজ থেকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে প্রায় সকলেই নিন্দা করছে সোশ্যাল মিডিয়া সেনসেশানের। যে সোশ্যাল মিডিয়ার দৌলতে রানুর উত্থান, সেই সোশ্যাল মিডিয়াতেই বয়ে গিয়েছে নিন্দার বন্যা। যদিও অনেকে এ ব্যাপারে রানুকেই সমর্থন করেছেন। তাদের মতে, কারোর অনুমতি ছাড়া এভাবে হাত দিয়ে ডাকা অনুচিত। তবে তার প্রেক্ষিতে রানুও যে একটু বেশিই রিয়্যাক্ট করেছেন সে কথাও বলছেন তারা। এর আগে, রানুর এক ইন্টারভিউতে স্টেশনের ভিক্ষুকদের নিয়ে রানুর মন্তব্যেও বিতর্কের ঝড় উঠেছিল নেট দুনিয়ায়। সব মিলিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রানাঘাটের রানু মণ্ডল। রানু মণ্ডলের সেই ভিডিও : এন এইচ, ০৪ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JMkw4Z
November 04, 2019 at 08:58AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন