হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় ছয় সপ্তাহের মতো মাঠের বাইরে ছিলেন নেইমার। শুক্রবার রাতে লিলের বিপক্ষে মাঠে ফিরলেন। ফরাসি লিগ ওয়ানে ব্রাজিলিয়ান সুপারস্টারের ফেরার ম্যাচে ২-০ গোলের সহজ জয়ই পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চোট কাটিয়ে ফেরার পর অবশ্য স্বরূপে দেখা যায়নি নেইমারকে। সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি পিএসজি ফরোয়ার্ড। তাই ৬৫ মিনিটের মাথায় তাকে তুলে নেন কোচ টুসেল। বদলি হিসেবে নামান কিলিয়ান এমবাপেকে। ম্যাচের প্রথমার্ধেই অবশ্য জয়ের রাস্তা তৈরি করে ফেলে পিএসজি। শুরুতেই এগিয়ে যায় তারা। ১৭ মিনিেটে ইদ্রিসা গেয়ির বাড়ানো বল বক্সের মধ্যে পেয়ে সহজেই জালে জড়িয়ে দেন ইকার্দি। এরপর ম্যাচের ৩১তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ড্রাক্সলারের পাস ধরে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে দারুণ এক গোল করেন আর্জেন্টাইন এই উইঙ্গার। দ্বিতীয়ার্ধেও ভালো কয়েকটি সুযোগ তৈরি করেছিল পিএসজি। তবে গোলমুখ খুলতে পারেনি। ফলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে টুসেলের শিষ্যরা। এ জয়ে ১৪ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি। ১৩ ম্যাচে ৬ জয়ে ২২ পয়েন্ট নিয়ে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি মার্শেই। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৩ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Oe4Aez
November 23, 2019 at 06:51AM
23 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top