মুম্বাই, ৬ নভেম্বর- সালমান খান, আমির খান এবং শাহরুখ খানকে বলিউডের সবচেয়ে সফল সুপারস্টার হিসেবে ধরা হয়। তবে এর আগে কখনও কোনো ছবিতে এ তিন সুপারস্টারকে একসঙ্গে দেখা যায়নি। তবে নতুন খবর হলো, এবার তিন খানকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। ছবির নাম লাল সিং চাড্ডা। ফিল্মফেয়ারের সূত্র অনুযায়ী, আমির খান ও কারিনা কাপুর অভিনীত এ ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে শাহরুখ খান ও সালমান খানকে। সূত্র জানিয়েছে, শাহরুখের চরিত্রের জন্য স্ক্রিপ্টে বিশেষ পরিবর্তন এনেছেন আমির। সূত্র আরও বলছে, পর্দায় এক ঝলকের জন্য উপস্থিতির জন্য চরিত্রটি রাখা হয়নি। বরং বিশেষ চরিত্রটি এমনভাবে রাখা হয়েছে যার উপস্থিতি না থাকলে গল্পের ধারাবাহিকতাই নষ্ট হয়ে যাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহরুখ খান এরই মধ্যে ওই বিশেষ চরিত্রে অভিনয় করতে সম্মতি জানিয়েছেন। যদিও সালমানের পক্ষ থেকে এখনও উত্তর জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, শিগগিরই তিন খানকে পর্দায় একসঙ্গে দেখতে পাবে দর্শক। লাল সিং চাড্ডা ছবিটি মুক্তি পাবে ২০২০ সালে। আর/০৮:১৪/০৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Nkn5x9
November 06, 2019 at 03:28AM
06 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top