কলকাতা, ২৪ নভেম্বর - গোলাপি বলে দিবারাত্রির প্রথম টেস্টে দাপুটে জয় পেয়েছে স্বাগতিক ভারত। আর অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। তৃতীয় দিনেই ইনিংস ও ৪৬ রানের ব্যবধানে হার মেনেছে মমিনুলরা। ভারতীয় পেসারদের কাছে পাত্তাই পায়নি সফরকারীরা। ব্যাটিং-বোলিং দুই ফরম্যাটেই বাজে খেলেছে টাইগাররা। তবুও এই হার থেকে অনেক কিছুই শেখার আছে মানছেন টাইগার অধিনায়ক মমিনুল হক। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে এসে মুমিনুল বলেন, নিঃসন্দেহে দুই দলের (ভারত-বাংলাদেশ) মধ্যে অনেক ফারাক রয়েছে। আমরা এই দুই টেস্ট থেকে অনেক কিছুই শিখেছি। গোলাপি বলের নতুন টেস্ট; নতুন অভিজ্ঞতা আমাদের জন্য। এই বলে লড়াইটাও কঠিন! আমরা হেরেছি সমস্যা নেই; তবে ইতিবাচক অনেক কিছুই রয়েছে। শেষ টেস্টে মমিনুলের চোখে দারুণ বোলিং করেছেন এবাদত। এছাড়া মুশফিক ও রিয়াদের প্রশংসা করে এই টাইগার অধিনায়ক বলেন, এবাদত দারুণ বোলিং করেছে, রিয়াদ ভাই এবং মুশফিক ভাই ব্যাটিং করেছে ভালো। আমরা যখন উইকেট দেখেছিলাম, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করলেও এমন হতে পারত। রবিবার (২৪ নভেম্বর) ইডেন গার্ডেন্সে দিবারাত্রির টেস্টে ৮৯ রানে পিছিয়ে থেকে তৃতীয়দিন মাঠে নেমে মাত্র ৪৫ মিনিটেই হারল বাংলাদেশ। ২৪১ রানের কোটা পেরোনোর ৪৬ রান আগেই ১৯৫ রানে গুটিয়ে গেছে মুমিনুলরা। ফলে ইনিংস ও ৪৬ রানে হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করল টাইগাররা। সবমিলিয়ে ২ দিন আর ৪৫ মিনিটেই শেষ হলো পাঁচদিনের ম্যাচ। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ২৪ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34eJbqV
November 24, 2019 at 10:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top