মুম্বাই, ১৭ নভেম্বর- আবারও নেটদুনিয়ায় ঝড় তুলল রানু মণ্ডলের আশিকি মে তেরি গান। ইতোমধ্যে গানটির ভিডিও ভাইরাল হয়েছে। রানুর বর্তমান কর্মক্ষেত্র বলিউড। তার গান শুনে মুগ্ধ হয়ে হিমেশ রেশমিয়া বলেছিলেন, তিনি রানুকে দিয়ে তার পরবর্তী ছবিতে প্লে-ব্যাক করাতে চান। কথা রেখেছিলেন হিমেশ। ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই প্রকাশ পেত তার ঝলক। তখন প্রশ্ন ছিল- কখন প্রকাশ পাবে সেই গান। সেই প্রতীক্ষার অবসান। ইউটিউবে মুক্তি পেয়েছে রানু আর হিমেশ রেশমিয়ার ডুয়েট আশিকি মে তেরি। আর মুক্তির পরই নেটদুনিয়ায় ভাইরাল সেই গান। হিমেশ রেশমিয়ার পরিচালনায় অবশ্য রানুর প্রথম গান ছিল- তেরি মেরি কাহানি। রানুর কণ্ঠের সেই সুরে আজও মাতোয়ারা নেটদুনিয়া। আর/০৮:১৪/১৭ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CMIcCr
November 17, 2019 at 09:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top