মুম্বাই, ১৯ নভেম্বর - বলিউড সুপারস্টার কাজল। শাহরুখ খানের সঙ্গে যার জুটি কয়েক দশক ধরে দর্শকের চর্চার বিষয় হয়ে আছে। সিনেমায় শাহরুখ-কাজল মানেই রোমান্স আর মিষ্টি সংলাপের ছড়াছড়ি। সর্বশেষ তাদের দেখা গেছে দিলওয়ালে ছবিতে। এরপর দুজন আলাদা আলাদা বেশ কিছু ছবিতে হাজির হয়েছেন। তবে বেশ লম্বা একটা বিরতি শেষে নতুন ছবি নিয়ে ফিরছেন অভিনেত্রী কাজল। সেই ছবির নাম তানাজি। এরইমধ্যে ছবিতে কাজলের লুকের প্রথম পোস্টার প্রকাশ হয়েছে। সেটি বেশ নজর কেড়েছে নেটবাসীদের। ভক্তা সেই পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় অভিনেত্রীকে। পোস্টারে কাজলকে দেখা গেছে মারাঠি এক নারীর সাজে। পরনে শাড়ি, নাকে মারাঠি নাকছাবি নাথানি। কপালে মারাঠি স্টাইলে টিপ, চোখে কাজল। এভাবেই মারাঠি ট্রাডিশনাল লুকে ধরা দিলেন কাজল। তানাজি : দ্যা আনসাং ওয়ারিয়র নামের ছবিতে কেন্দ্রীয় চরিত্র তানাজি মালুসরের ভূমিকায় দেখা যাবে অজয়কে। আর তার স্ত্রী সাবিত্রী মালুসরের ভূমিকায় থাকছেন কাজল। আলাদা আলাদা পোস্টারে দুজনের লুকই প্রকাশ পেয়েছে। সেগুলো নিয়েই তাদের ভক্তরা মেতে রয়েছেন আপাতত। ইতিহাসনির্ভর এই সিনেমায় রয়েছেন আরও অনেক তারকাই। নির্মাতাদের তরফে তাদের বেশিরভাগের লুকই আগে প্রকাশ্যে আনা হয়েছে। বাকি ছিল শুধু সাবিত্রী চরিত্রে কাজলের লুক। সেটাও এবার দেখা হয়ে গেল। ছবিতে অজয় অর্থাৎ তনাজি মালসুরের শত্রুপক্ষ উদয়ভান রাঠোরের ভূমিকায় দেখা যাবে সাইফ আলি খানকে। ছত্রপতি শিবাাজর ভূমিকায় দেখা যাবে শরদ কেলকারকে। জীজামাতার ভূমিকায় অভিনেত্রী সাবিত্রী রাও। সম্রাট আওরঙ্গজেবের ভূমিকায় অভিনেতা কেনিকে দেখা যাবে। আগামী বছর ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে তানাজি : দ্যা আনসাং ওয়ারিয়র। এন এইচ, ১৯ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/346MBfC
November 19, 2019 at 07:52AM
19 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top