ঢাকা, ০৪ নভেম্বর - ভালোবেসে বিয়ে করেন জনপ্রিয় দুই তারকা মৌসুমী ও ওমর সানী। ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তাদের সংসার জীবনের দুই যুগ পার করেছেন তারা। প্রিয়দর্শিনীখ্যাত অভিনেত্রী মৌসুমীর জন্মদিন ছিল গত রোববার। দিনটিকে স্মরণীয় করে রাখতে ঢাকা থেকে দূরে নরসিংদীর একটি রিসোর্টে জন্মদিনের আয়োজন করা হয়। প্রথম প্রহরে কেক কেটে দিনটি উদযাপন করেন ওমর সানী ও মৌসুমী। সঙ্গে ছিলেন এ দুই তারকার ফ্যান ক্লাবের সদস্য, পরিবারের লোকজন ও ঘনিষ্ঠজনরা। জন্মদিনের এই বিশেষ দিনে মৌসুমীর কাছে একটি অনুরোধ রাখেন ওমর সানী। তিনি বলেন, জন্মদিনে আমি মৌসুমীর দীর্ঘায়ু কামনা করি। আল্লাহর কাছে দোয়া করি, সারাজীবন ও যেন সুস্থ ও হাসিখুশি থাকে। এই জন্মদিনে তার কাছে একটি বিশেষ অনুরোধ রাখতে চাই। তা হলো- মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান ছিল। কিন্তু বহু বছর হলো সেটির কার্যক্রম বন্ধ আছে। আমি চাই মৌসুমী এর কার্যক্রম আবার চালু করুক। সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত ছবির মধ্য দিয়ে রুপালি পর্দায় পা রাখেন চিত্রনায়িকা মৌসুমী। এতে তার বিপরীতে অভিনয় করেন ঢাকাই ছবির অমর নায়ক সালমান শাহ। এন এইচ, ০৪ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NGt9yW
November 04, 2019 at 10:39AM
04 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top