কলকাতা, ২৩ নভেম্বর- না, এটি ক্রিকেটবিশ্বের কোনো ছোটখাট দলের গল্প নয়। নিজেদের বড় দল দাবি করা বাংলাদেশের গল্প! ইডেনে গোলাপি বলের টেস্টের প্রথম দিনে লিটন দাস ও নাইম হাসান মাথায় আঘাত পেয়ে ম্যাচের বাইরে ছিঁটকে যাওয়ায় হঠাৎ দেখা দিয়েছে এই সমস্যা। এবং আচমকাই তা গুরুতর হয়ে উঠেছে। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, বাইরে থেকে মাঠের ভেতরের খেলোয়াড়দের জন্য পানি টানার লোকটাও নেই! এ কারণেই প্রশ্ন উঠেছে, কেন বিকল্প ব্যাটসম্যান দেশ থেকে নিয়ে যায়নি বাংলাদেশ? সৌম্য সরকারকে উড়িয়ে নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত কেন তা বাতিল করা হলো? ভারত সফরের জন্য ১৬ জনের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ। কিন্তু নাগপুরে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের আগেই কুঁচকির চোটে সমস্যায় পড়েন মোসাদ্দেক হোসেন। তিনি ফিরে যান দেশে। ফলে টেস্টের স্কোয়াড দাঁড়ায় কার্যত ১৫ জনের। বিকল্প ওপেনার সাইফ হাসান ইন্দোরে টেস্ট চলাকালীনাই চোট পেয়েছিলেন। ইডেনে বুধবার অনুশীলনে নেমেই পরিষ্কার হয়ে যায় যে তিনি এই টেস্টে কোনোভাবেই খেলতে পারবেন না। ফলে স্কোয়াড হয়ে যায় ১৪ জনের। গতকাল দিবা-রাত্রির টেস্টের প্রথম দিনে মোহাম্মদ শামির বাউন্সারে চোট পেয়ে ছিটকে যান লিটন-নাইম। কনকাসন সাব হিসেবে নামাতে হয় মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে। এর মধ্যে মেহেদি বল করতে পারবেন না, কারণ তিনি উইকেটকিপার লিটনের পরিবর্ত। তাইজুল অবশ্য বল করতে পারবেন। লিটন-নাইমকে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা। ফলে, স্কোয়াড দাঁড়িয়েছে ১২ জনের। বাংলাদেশ স্কোয়াডে এখন একাদশের বাইরে আছেন শুধু মুস্তাফিজুর রহমান! এখন কোনো কারণে মাঠে ফিল্ডিং করার সময় ক্রিকেটারদের মধ্যে কেউ যদি চোট পান বা কোনও কারণে মাঠের বাইরে আসেন, তখন ফিল্ডিং করতে নামতে হবে মুস্তাফিজুরকে। এবং তা হলে মাঠে সতীর্থদের জন্য ড্রেসিংরুম থেকে পানি নিয়ে যাওয়ার ক্রিকেটারও নেই বাংলাদেশের। এ এক অদ্ভুত পরিস্থিতি। প্রশ্ন উঠছে, মোসাদ্দেকের বদলি হিসেবে কেন কাউকে আনা হয়নি? কেনাই বা সাইফ হাসান ইডেন টেস্ট থেকে বুধবারই ছিটকে যাওয়ার পর কাউকে নিয়ে আসা হয়নি? আর কলকাতা থেকে আকাশ পথে ঢাকায় পৌঁছতে লাগে আধা ঘণ্টা। কিন্তু এই সাধারণ চিন্তাটা স্থুল বুদ্ধির নির্বাচকদের মাথায় আসেনি। সূত্র: কালের কণ্ঠ আর/০৮:১৪/২৩ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37ybJh5
November 23, 2019 at 09:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top