কলকাতা, ২৪ নভেম্বর- এবার ভালোবাসার প্রতিদান দিতে চান সৌরভ গাঙ্গুলি। তার আমন্ত্রণেই ইডেন গার্ডেন্সে ছুটে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বাংলাদেশেও পা পড়বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রধানের। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রিকেট উৎসবে যোগ দিতে ঢাকায় যাবেন প্রিন্স অব ক্যালকাটা। শনিবার (২৩ নভেম্বর) ইডেনে তেমনই কথা শোনালেন সৌরভ। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ দিলেন তিনি। সৌরভ গাঙ্গুলি বলছিলেন, অনেক, অনেক, অনেক ধন্যবাদ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। এক কথায় এসেছেন তিনি। অনেক ধন্যবাদ। আমার সঙ্গে উনার অনেক দিনের সম্পর্ক। ২০০০ সালে যখন ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ হয়, তখন উনি প্রধানমন্ত্রী হন, তখন থেকেই উনার সঙ্গে আমার সম্পর্ক। তার অংশ হিসেবেই প্রধানমন্ত্রী ছিলেন ইডেনের উদ্বোধনী অনুষ্ঠানে। যেখানে বাংলাদেশ দল প্রথমবারের মতো গোলাপি বলে ভারতের সঙ্গে খেলছে দিন-রাতের টেস্ট। এবার ঢাকাতেও যাওয়ার পরিকল্পনা করছেন সৌরভ। শনিবার বলছিলেন, দেখুন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে ঘিরে তোমাদের দেশে অনেক বড় উৎসব হচ্ছে। তোমরা দুটি ম্যাচও খেলবে, বিশ্ব একাদশের বিপক্ষে। আমি যাব। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের মার্চে বিশ্ব একাদশের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই আয়োজনে দেখা যাবে সৌরভকেও। ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের প্রধানের দায়িত্ব নেওয়া সাবেক এই ওপেনার বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ম্যাচে ভালো করতে না পারার পেছনে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হওয়ার বিষয়টিকে মুখ্য হিসেবে দেখছেন। পশ্চিমবঙ্গের বাঙালি এই ক্রিকেট তারকা বরাবরই বাংলাদেশ ক্রিকেট অনুসরণ করেন। টাইগারদের অভিষেক টেস্টে তিনি নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় দলের। এখন নতুন দ্বায়িত্ব, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান। দ্বায়িত্ব নিয়েই প্রথম চ্যালেঞ্জে সফল। তার হাত ধরেই উপমহাদেশে প্রথমবারের মতো দিন-রাতের টেস্ট দেখল আলোর মুখ। ইডেনের সেই আয়োজনে ব্যস্ত সময় পার করতে হয়েছে তাকে। যদিও টেস্টে বাংলাদেশ দল ভাল খেলতে না পারায় উত্তেজনা অনেকটাই শেষ। ইনিংস হার বাঁচাতে এখনো চাই ৮৯ রান। টাইগারদের হাতে উইকেটমাত্র ৪টি। তবে বাংলাদেশের দলটা যে পূর্ণ শক্তি নিয়ে আসতে পারেনি সেটা জানেন সৌরভ। বলছিলেন, বাংলাদেশের অনেকগুলো প্লেয়ার নেই তো! ওদের চার-পাঁচটা প্লেয়ার নেই। একেবারে ভুল বলেন নি সৌরভ। নিষেধাজ্ঞায় দলে নেই সাকিব আল হাসান। পারিবারিক কারণে ছুটিতে তামিম ইকবাল। তারপরও বাংলাদেশের এই ব্যাটিং ব্যর্থতার কোন অজুহাত হয় না! আর/০৮:১৪/২৪ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34fbzJN
November 24, 2019 at 05:29AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন