কলকাতা, ২০ নভেম্বর- আঙুলের সাহায্যে করা স্পিনার নয়, ইডেনে দিনরাতের গোলাপি বলে টেস্টে কব্জির স্পিনারদের (রিস্ট স্পিনার) বিরুদ্ধে খেলাটাই বেশি কঠিন হবে বলে মনে করেন হরভজন সিং। হরভজন বলেছেন, গোলাপি বলে খেলার সময় সব চেয়ে কঠিন তার গতিটা বোঝা। তাই কব্জির মোচড়ে যারা স্পিন করায়, তারাই কিন্তু ইডেনে সুবিধে পাবে। এই ভারতীয় দলে কব্জির স্পিনার হিসেবে রয়েছেন কুলদীপ যাদব। তবে দল নিবার্চন নিয়ে কিছু বলতে চাননি হরভজন। তার মন্তব্য, দল পরিচালনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারাই সেটা ঠিক করবেন। আমি এ নিয়ে কোন মন্তব্য করব না। যোগ করেছেন, তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রথমে পেসারদের খেলতে হবে। ইডেনের পিচে দ্রুতগতির বোলাররা সাহায্য পাবে। তার পরে স্পিনারদের খেলার ব্যাপার আসবে। ইডেনের গোলাপি বলে দিনরাতের টেস্ট সম্পর্কে হরভজন আরও বলেছেন, কলকাতায় সাড়ে তিনটা থেকে চারটের মধ্যে সূর্যাস্ত হয়। এই সময়টায় পেসাররা সব চেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। তবে ভবিষ্যতে যদি আমরা আরও দিনরাতের টেস্ট খেলি, তা হলে স্পিনারদের নিয়েও ভাবা দরকার। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/২০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37iwZr7
November 20, 2019 at 08:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top